গ্রামের সকল মানুষ চাকরি পাবেন | MGNREGA Big Update: 10 লক্ষের বেশি মানুষ 100 দিনের কাজে অংশগ্রহণ করতে পারবেন

মহাত্মা গান্ধী ন্যাশনাল রুলার এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অধীনে গ্রামের মানুষেরা কাজের একটা প্রকল্প পেয়ে থাকে। যেখানে গ্রামের মানুষ দিন আনে দিন খায় সেখানে তাদের কাছে প্রকল্পটি খুব কাজের । তারা প্রত্যেকদিন কাজ করে এবং তাদের মজুরি পেয়ে থাকে। এই প্রকল্পের মাধ্যমে সরকার ১০০ দিনের কাজ দিয়ে থাকে ,১০০ দিন পর্যন্ত গ্রামের সাধারণ মানুষেরা এই প্রকল্পের মাধ্যমে কাজ করে থাকে।এই সকল বিষয় সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেই আমাদের বাংলা গ্লোবাল ডট কম এর পেজে।

মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA) এর অধীনে চলতি আর্থিক বছরে অক্টোবর থেকে 100 দিনের কাজ পাওয়া লোকের সংখ্যা 2018 সালের পর থেকে সর্বনিম্ন। শুধুমাত্র 0.77 মিলিয়ন লোক কর্মসংস্থান প্রকল্প দ্বারা বাধ্যতামূলক হিসাবে 100 দিনের জন্য কাজ পেয়েছে |

গ্রামের সকল মানুষ চাকরি পাবেন

আরো পড়ো –WBPSC recruitment: জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদের চাকরির মেলা |এই সুযোগ হাতছাড়া করবেন না

বিষয় তালিকা

MGNREGA তে লোকের পরিসংখ্যান

  • 2021-22 সালে প্রায় 5.92 মিলিয়ন লোক 100 দিনের কাজ পেয়েছিল
  • 2020-2 1 সালে 7.19 মিলিয়ন লোক একই কাজ পেয়েছিল ।
  • 2019-20 সালে, 100 দিনের কাজ পাওয়া লোকের সংখ্যা ছিল 4.05 মিলিয়ন।
  •  2018-19 সালে এটি ছিল 5.26 মিলিয়ন|

মোর্চা কি?

মোর্চা হল শ্রমিক , ট্রেড ইউনিয়ন, সংগঠন এবং MGNREGA-তে জনসাধারণের কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য একটি জাতীয় প্ল্যাটফর্ম ।

কেন্দ্রীয় সরকার টানা দ্বিতীয় বছর এই আইনের অধীনে মজুরি বিলম্বিত করেছে। তিনি শ্রমিকদের পরিশোধ করতে হবে 5,879 কোটি টাকা। আর্থিক বছর অনুসারে প্রোগ্রামটি আরও পাঁচ মাসের জন্য বকেয়া থাকায় এটি আরও বেশি হতে পারে। এমআইএস ডেটা অনুসারে, 2021-22-এর জন্য বকেয়া ছিল 8,794 কোটি টাকা।

বিলম্বিত অর্থ প্রদান সত্ত্বেও MGNREGA-এর অধীনে গৃহস্থালী কাজের জন্য উল্লেখযোগ্য চাহিদা রয়েছে।

  • অক্টোবর পর্যন্ত চাকুরীর সংখ্যা 590 মিলিয়ন এবং প্রদত্ত চাকরির সংখ্যা ৫১৩ মিলিয়ন । চাহিদা এবং সরবরাহের মধ্যে 13 শতাংশের ব্যবধান রয়েছে।
  • 2021-22 সালে গৃহস্থালী কাজের চাহিদা 805 মিলিয়ন রেকর্ড করা হয়েছিল। 2020-21 সালে এই সংখ্যা ছিল 855 মিলিয়ন।
  •  ভারত সরকার 2022-23-এর জন্য 78,000 কোটি টাকা বরাদ্দ করেছে – যা আগের বছরের 98,000 কোটি টাকার বাজেটের তুলনায় 25 শতাংশ কম।

পরিসংখ্যানের মাধ্যমে জানা যাচ্ছে যে ভারতের অনেক রাজ্যে এবং অনেক প্রদেশে এই ১০০ দিনের কাজের থেকে অনেক লোক সুযোগ-সুবিধা পায়নি এবং তাদের বকেয়া টাকা সে টাকাটাও সরকারের থেকে প্রদান করা হয়নি। যার ফলে তাদের অনেক সমস্যার ভেতর দিয়ে যেতে হয়েছে ।এই জিনিসটাকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুই দিক থেকেই দেখা হয়েছিল ,কিন্তু কোন সুরাহা মেলেনি।

আশা করা যাচ্ছে যে আগামী দিনে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টের তত্ত্বাবধানে এই ১০০ দিনের কাজটি ভালোভাবে পরিচালনা করা হবে।

আর সকল প্রকার আপডেট পেতে আমাদের বাংলা গ্লোবাল ডট কম এর পেজে যুক্ত থাকুন। আমরা প্রতিনিয়ত আপনাকে এই বিষয়ের সম্বন্ধে বিস্তারিতভাবে প্রতিবেদন দিয়ে থাকব।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

মহাত্মা গান্ধী ন্যাশনাল রুলার এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট এর তত্ত্বাবধানে কত দিনের কাজ গ্রাম মানুষকে দেয়া হয়ে থাকে?

100 দিনের


Leave a Comment