পদ্মশ্রী ফেরালেন মিঠুন! কেন?

মিঠুন চক্রবর্তী ফেরালেন পদ্মশ্রী আওয়ার্ড। এই পদ্মশ্রী আওয়ার্ড না নেওয়ার কারণ গুলো কি কি? এর পিছনে রাজনৈতিক হাত রয়েছে? নাকি অন্য কোনো কারণ। নাকি দেশে তাকে সেই ভাবে সম্মান জানানো হয়নি? সেই জন্যই কি তিনি ফিরিয়ে দিয়েছেন পদ্মশ্রী আওয়ার্ড ? এই প্রতিবেদনে মিঠুন চক্রবর্তীর পদ্মশ্রী আওয়ার্ড ফিরিয়ে দেওয়ার পিছনে কারন গুলো জেনে নেব খুব বিস্তারিতভাবে।

আরো দেখুন –ভারতীয় নৌবাহিনীতে এসএসসি আইটি পদে নিয়োগ নেওয়া হচ্ছে, কতগুলো শূন্য পদে বা নেয়া হচ্ছে এই পদপ্রার্থীদের?

ABP Ananda এর চ্যানেল এ কি বললেন মিঠুন?

সম্প্রতিকালে একটা আলাপ-আলোচনায় এবিপি আনন্দের টিভিতে মিঠুন চক্রবর্তী থেকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তাকে কেন এখনো পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়নি। সেই কথায় তিনি উত্তর দিয়েছিল যে তার কাছে পদ্মশ্রী আওয়ার্ড এর জন্য অনুরোধ ছিল, কিন্ত সে সেই অ্যাওয়ার্ড গ্রহণ করেন নি।

তার পিছনে তিনি কোনো কারণ দেখায়নি। তার কাছে মনে হয় মানুষের ভালোবাসাটাই তার কাছে অনেক বড়। তিনি পদ্মশ্রী আওয়ার্ড থেকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দিকেই বেশি বড় বলে মনে করে থাকেন।

ফুলে ফুলে প্রজাপতি

সম্প্রতিকালে রাজনৈতিক কার্যকলাপ ও চলেছে তার বিরুদ্ধে। অনেকে প্রজাপতি অর্থাৎ মিঠুন চক্রবর্তী নির্মিত এই সিনেমাটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ।অনেক রাজনৈতিক নেতারা অনেকে খারাপ মন্তব্য করেছেন, এমনটাই তার কথার ইঙ্গিতে বোঝা গেছে। কিন্তু তিনি এই জিনিসটি কাউকে বুঝতে দেয় নি।

তিনি বলেছেন যে প্রজাপতি সিনেমাতে বক্সঅফিসে যে টাকা কালেকশন করেছেন তাতেই মানুষের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। শিল্পী শিল্পীর জায়গায় এবং রাজনীতি রাজনীতির জায়গায়।

আরো অনেক কিছু জানতে আমাদের ওয়েবসাইট এর সঙ্গে আপনি যুক্ত থাকুন। তাহলে আপনি জানতে পারবেন অনেক দেশ বিদেশের খবর। এছাড়া আমাদের দেশের এবং রাজ্যের খবর।চারিদিকে কি ঘটছে সেই সবগুলো।

Leave a Comment