চাকরিপ্রার্থীদের জন্য একটি সুখবর । ভারতীয় পোস্ট অফিসের থেকে নিয়োগের প্রক্রিয়া চালু হয়েছে । গত দু’বছর মহামারীর কারণে কোন নিয়োগ প্রক্রিয়া হয়নি। যার কারণে অনেক শূন্য পদ রয়েছে ভারতীয় পোস্ট অফিসে। যে কারণেই কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পোস্ট অফিসের তরফ থেকে। দেশের যেকোনো প্রান্ত থেকেই এই আবেদন করতে পারবে। আসুন জেনে নিয়ে যায় এই সমস্ত বিষয়ে সম্বন্ধে আমাদের এই বাংলা গ্লোবল ডটকমের পেজে।

আরো পড়ো –একের পর এক ব্যাংক নষ্ট করল RBI | আপনার টাকা থাকলে কিভাবে ফেরত পবেন জেনে নিন |
বিষয় তালিকা
আবেদন করার পদ্ধতি
- প্রথমে পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য আবেদন করতে হবে। এই চাকরি শুধুমাত্র অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে।
- যেকোনো একটি পদের জন্য আবেদন করা যাবে। একাধিক পদের জন্য আবেদন করা যাবে না।
- আবেদন ফরমটি ডাউনলোড করে তাতে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে পূরণ করতে হবে।
- আবেদনফর্মে আপনার নতুন পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।
- সব থেকে জরুরি বিষয় হলো আবেদনকারিকে ভারতের নাগরিক হতে হবে।
আবেদনের ফি
প্রত্যেকে আবেদনকারীকে আবেদনের জন্য ৭৫০ টাকা করে পোস্ট অফিসে জমা করতে হবে।
এবার জেনে নিয়ে যা, পদের নাম এবং তার বিষয়বস্তু সম্বন্ধে
ম্যানেজার আইটি
- খালি পদের সংখ্যা -১৩ টি
- শিক্ষাগত যোগ্যতা আবেদনকারি বিজ্ঞান বিষয়ের উপরে স্নাতক হতে হবে
- কম্পিউটারের জ্ঞান থাকতে হবে
- বয়সসীমা– ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি
- খালি পদের সংখ্যা –১৮টি
- যোগ্যতা বিজ্ঞান বিষয়ের উপর স্নাতক হতে হবে এবং ইঞ্জিনিয়ারিং এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে
- বয়সসীমা –কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে|
চিফ ম্যানেজার আইটি
- খালি পদের সংখ্যা -দুটি
- শিক্ষাগত যোগ্যতা– বিজ্ঞান বিষয়ের উপরে স্নাতক হতে হবে এবং ইঞ্জিনিয়ার এর উপর যোগ্যতা থাকতে হবে
- বয়সসীমা- ২৯ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে
সিনিয়র ম্যানেজার আইটি
- খালি পদের সংখ্যা- আটটি
- শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং এর উপরে স্নাতক হতে হবে
- বয়স সীমা- ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে
আবেদনের শেষ তারিখ
নভেম্বর মাসের ১৮ (১৮/১১/২০২২) তারিখে আবেদনপত্র শেষ জমা নেওয়া হবে|
নিয়োগের প্রক্রিয়া
প্রয়োজনীয় তথ্যাবলী চেক করার পর কম্পিউটারে অনলাইন টেস্ট নেওয়া হবে এবং তার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে তালিকা ঘোষণা করে হবে এবং সকল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হবে।
অফিসিয়াল ওয়েবসাইট– এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
ভারতীয় পোস্ট অফিসে নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ কবে?
নভেম্বর মাসের ১৮ (১৮/১১/২০২২) তারিখে আবেদনপত্র শেষ জমা নেওয়া হবে|