আরেকটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জানবো অনেকগুলো ম্যানেজার পদের জন্য নিয়োগ ছাড়া হয়েছে সেই বিষয়ে। কোন জায়গাতেই নিয়োগ ছাড়া হয়েছে? এবং কতজন পদপ্রার্থীদের নেয়া হবে? কি করে আপনি আবেদন করবেন ? সবকিছু জেনে নেবা আমাদের এই banglaglobal.com ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত ভাবে।

আরো অনেক –2023 এ কখন কাজ ছাড়লে বেশি অংকের টাকার চাকরি পাবেন? কাজ ছাড়া সঠিক সময়
বিষয় তালিকা
POWERGRID Recruitment 2023:সার সংক্ষেপ
পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এই গ্রুপে ম্যানেজারিয়াল পদের জন্য অনেক পদপ্রার্থীদের নেয়া হচ্ছে। আপনি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই বিষয়ে সম্বন্ধে জানতে পারেন। এই আবেদনের শেষ তারিখ হল 14 ই জানুয়ারি 2023 এবং এই পদের জন্য 23 জন পদপ্রার্থীকে নেওয়া হচ্ছে।
POWERGRID Recruitment 2023:খালি পদের বিবরণ
- Dy. ম্যানেজার: 13টি পদ
- সহকারী ম্যানেজার: 10টি পদ
POWERGRID Recruitment 2023:বাছাই প্রক্রিয়া
বাছাই প্রক্রিয়া আবেদনপত্র যাচাই বাছাই পর্বের মাধ্যমে হবে এবং একটি সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। প্রার্থীদের তালিকা অনুযায়ী প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে এবং সাক্ষাৎকারে যদি ভাল পারফরম্যান্স করে তাহলে সেই প্রার্থীকে নির্বাচন করা হবে।
POWERGRID Recruitment 2023:আবেদনের ফি
এই পদের জন্য আবেদনটি ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত সিটের জন্য আবেদন ফি দেয়া লাগবে না। এছাড়া আপনি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিষাদ জানতে পারবেন এই পদের জন্য।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
POWERGRID Recruitment 2023:আবেদন ফি কত?
এই পদের জন্য আবেদনটি ৫০০ টাকা করে ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত সিটের জন্য আবেদন ফি দেয়া লাগবে না।
POWERGRID Recruitment 2023:কতগুলো খালি পদ রয়েছে
23