ক্লাস ৮ পাশে সরকারি চাকরি | গ্রুপ ডি পদে শুরু হলো অনেক নিয়োগ | Jalapahar Cantonment Board Recruitment | Apply Now

আজ এক বড় চাকরির পরীক্ষা নিয়ে হাজির হয়েছি। ক্লাস এইট পাশে সরকারি চাকরি ।কোন পদে এই সরকারি চাকরিতে হবে ? কতই বা বাসিক বেতন দেয়া হবে? কতগুলো শুন্য পদ রয়েছে? আসুন সবকিছু জেনে নেব আমাদের বাংলা গ্লোবাল ডট কমের ওয়েবসাইটে বিস্তারিতভাবে।

আরো পড়ো –তাহলে কি আপনার চাকরি যাচ্ছে? ভারতীয় রেলওয়েতে হল কোটি টাকার চাকরি চুরি | কেন হল এর আসল রহস্য কি জেনে নিন

বিষয় তালিকা

Jalapahar Cantonment Board Recruitment ;আবেদনের শেষ তারিখ এবং যোগ্যতা

আবেদনের শেষ তারিখ হলো ২০ ডিসেম্বর ২০২২ এর মধ্য। মহিলা পুরুষ উভয় প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং এর যোগ্যতা হল অষ্টাদশ /দ্বাদশ এবং স্নাতক পাস যে কোনো পর্যায়ে পাস থাকলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন।

Jalapahar Cantonment Board Recruitment ;গুরুত্বপূর্ন তারিখ:

  • আবেদনের শুরুর তারিখ: 30/11/2022
  • অনলাইন আবেদনের শেষ তারিখ: 31/12/2022
  • অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ: পরীক্ষার তারিখের ১০ দিন আগে।

Jalapahar Cantonment Board Recruitment ;বয়স সীমা

বিভিন্ন পদে বিভিন্ন বয়সসীমা রয়েছে ।কিন্তু গড় বয়স হলে ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তাহলে সে প্রার্থী এই পথে জন্য আবেদন জানাতে পারবে।

Jalapahar Cantonment Board Recruitment:বেতন (প্রতি মাসে)

এক এক পদে এক এক রকম মাসিক ভেতরে রয়েছে। সবথেকে সর্বনিম্নের ভেতর হলো ২২ হাজার টাকা এবং সবথেকে সর্বোচ্চ বেতন হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা।

Jalapahar Cantonment Board Recruitment: নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা এবং দক্ষতা পরীক্ষার মাধ্যমে সকল প্রার্থীকে এই পদের জন্য নিযুক্ত করা হবে।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

Jalapahar Cantonment Board Recruitment ; আবেদন এর তারিখ কবে?

30/11/2022

Jalapahar Cantonment Board Recruitment ; আবেদনের শেষ তারিখ কবে?

31/12/2022

Leave a Comment