আরো একটি নতুন কাজের খোঁজ নিয়ে হাজির আমাদের বাংলা গ্লোবাল ডট কম। আসুন জেনে নিয়ে যাক আপনি কিভাবে আবেদন করবেন? এই নতুন সরকারি চাকরির জন্য কতগুলো শূন্য পদ রয়েছে? তাও জেনে নেব এই আমাদের প্রতিবেদনের মাধ্যমে।

আরো পড়ো –SSC CHSL 2023: চলে আসল নতুন সরকারী চাকরি, কেন্দ্রীয় সরকারের। এক্ষুন্নি আবেদন করুন। Apply Now!
NHAI ম্যানেজার (প্রশাসন), ম্যানেজার (আইনি) এবং সহকারী ম্যানেজার (আইনি) পদের জন্য যোগ্য প্রার্থীদের খুঁজছে ।তারা এই পদের জন্য অলরেডি বিজ্ঞপ্তি জারি করেছেন।
বিষয় তালিকা
NHAI RECRUITMENT:শূন্য পদের সংখ্যা
মোট শূন্য পদের সংখ্যা হল 18 টি।
NHAI RECRUITMENT:শেষ তারিখ
যেসব প্রার্থীরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউশন থেকে ডিগ্রিধারী তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। এই আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হলো ১৯ শে জানুয়ারি ২০২৩ তারিখ সন্ধ্যা ছটার মধ্য।
NHAI RECRUITMENT:মাসিক বেতন
- ম্যানেজার (প্রশাসন): PB-3 (15600-39100 টাকা) গ্রেড পে 6600 টাকা সহ (সিডিএ প্যাটার্নে পূর্ব-সংশোধিত, 7 তম সিপিসি অনুযায়ী পে ম্যাট্রিক্সের বেতন স্তর 11 এর সমতুল্য]।
- ম্যানেজার (আইনি): PB-3 (15600-39100 টাকা) গ্রেড পে 6600 টাকা সহ (সিডিএ প্যাটার্নে পূর্ব-সংশোধিত, 7 তম সিপিসি অনুযায়ী পে ম্যাট্রিক্সের বেতন স্তর 11 এর সমতুল্য]।
- সহকারী ব্যবস্থাপক (আইনি): PB-2 তে (9300-34800 টাকা) 4800 টাকা গ্রেড পে সহ [সিডিএ প্যাটার্নে পূর্বনির্ধারিত, 7 তম সিপিসি অনুযায়ী পে ম্যাট্রিক্সের পে লেভেল 08 এর সমতুল্য]।
NHAI RECRUITMENT:বয়স সীমা
বয়স ৫৬ বছরের নিচে হতে হবে।
NHAI RECRUITMENT: আবেদন করার প্রক্রিয়া
- নির্ধারিত ‘ভেরিফিকেশন সার্টিফিকেট’ এবং গত পাঁচ (05) বছরের APAR/ACR-এর ফটোকপি সহ আবেদনকারীর মূল বিভাগ কর্তৃক ফরোয়ার্ড করা অনলাইন আবেদনের যথাযথভাবে পূরণ করা প্রিন্ট-আউট
- ADDRESS
- বাছাই কমিটির বৈঠকের 02 দিন আগে :
DGM (HR & Admn.)-IB,
National Highway Authority of India,
Plot No: G – 5 & 6, Sector – 10,
দ্বারকা, New Delhi -110075
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
NHAI RECRUITMENT:আবেদনকারীর বয়স কত হতে হবে?
56 এর মধ্যে |
NHAI RECRUITMENT: আবেদনের শেষ তারিখ কবে
এই আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ হলো ১৯ শে জানুয়ারি ২০২৩ তারিখ সন্ধ্যা ছটার মধ্য।