NHB Bank Assistant Manager এর চাকরি |Job Recruitment 2023

বিষয় তালিকা

পদের নাম

NHB ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন করার তারিখ চালু হয়েছে 29/10/2022 থেকে এবং লাস্ট 18/11/2022 পর্যন্ত| টাকা জমা দেওয়া যাবে ১৮ নভেম্বর পর্যন্ত|

আরো পড়ো-কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? টাকা না ঢুকলে এটি করুন। টাকা অবশ্যই পাবেন

Job Recruitment 2023

এপ্লিকেশন ফি

  • GEN/OBC/EWS-850 টাকা
  • SC/ST -175 টাকা

আবেদন করার পদ্ধতি

অনলাইনের মাধ্যমে আপনি আবেদন পত্র ফিলাপ করতে পারেন।


পদের নাম

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এসকেল ওয়ান

শিক্ষাগত যোগ্যতা

ব্যাচেলার ডিগ্রী থাকতে হবে যে কোন স্ট্রিমের উপর ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে। এবং যদি মাস্টার ডিগ্রী থাকে তাহলে ন্যূনতম ৫৫ পার্সেন্ট নাম্বার পেতে হবে

বয়স সীমা

২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।


পদের নাম

চিফ ইকোনোমিস্ট

শিক্ষাগত যোগ্যতা

ব্যাসেলার ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে ২৫ বছরের এক্সপেরিয়েন্স।

বয়স সীমা

সর্বোচ্চ বয়স ৬২ বছর হতে হবে।


পদের নাম

প্রটোকল অফিসার

শিক্ষাগত যোগ্যতা

ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোন সাবজেক্ট এর উপর এবং ২৫ বছরের দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

৬০ থেকে ৬২ বছর হতে হবে।


পদের নাম

জেনারেল ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা সিএ (CA) কোর্স থাকতে হবে এবং 12 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে ।

বয়সসীমা

৪০ থেকে ৫৫ এর মধ্যে থাকতে হবে।


পদের নাম

অফিসারস ফর সুপার ভিশন শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি থাকতে এবং দশ বছরের দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা

৫৭ থেকে ৬৩ বছরের মধ্যে হতে হবে,


পদের নাম

রিজিওনাল ম্যানেজার (স্কেল ৫ )

শিক্ষাগত যোগ্যতা

ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে

বয়সসীমা

৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে

Apply Online Now – Click Here

Download Notification- Click here

Leave a Comment