আরো একটি সুখবর নিয়ে হাজির। বিনা টাকায় শুরু করুন বিজনেস। ভারতের অর্থনৈতিক অবস্থা রীতিমতো টাল মাতাল। এর জন্য বেশিরভাগ ভারতীয় নাগরিক ব্যবসার দিকে মন দিচ্ছে। কিন্তু তাদের মধ্যে সবথেকে বেশি প্রবলেম হচ্ছে বিনিয়োগের অভাব।

এমন কিছু কিছু ব্যবসা রয়েছে যেখানে কোন টাকা বিনিয়োগ না করেই আপনি বিজনেস শুরু করতে পারবেন |আজ তেমনি কিছু ব্যবসা-বাণিজ্যের কথা নিয়ে আমাদের এই প্রতিবেদন |আসুন জেনে নিয়ে যান তার বিষয়ে বিস্তারিতভাবে;
রি প্যাকিং
অনেক বড় বড় কোম্পানি আছে যারা গ্রাহকদের কাছে তাদের জিনিসপত্র পৌঁছানোর জন্য রি প্যাকিং এর ব্যবস্থা করে থাকে অর্থাৎ আপনি যদি কোন কোম্পানির জিনিসপত্র সংগ্রহ করে সেটাকে রি প্যাকিং করে গ্রাহকদের কাছে পৌঁছে দেন তাহলে তারা কোম্পানি থেকে আপনাকে মাসিক বেতন প্রদান করবে |পরবর্তীতে ব্যবসাটি বড় হলে আপনি নিজেই অনেক লোক নিয়োগ করে সেই প্রতিষ্ঠানটি স্থাপন করতে পারেন | সুতরাং এই ক্ষেত্রে কোন রকম বিনিয়োগে ছাড়া আপনি ব্যবসা শুরু করতে পারেন।
ড্রপ শিপিং
এই ব্যবসাতে আপনি যে কোন সেলার প্রোডাক্ট কি নিজের ঠিক করা দামে বিক্রি করতে পারেন |এর জন্য কোন রকম স্টকের প্রয়োজন নেই কিংবা কোনো বিনিয়োগের প্রয়োজন নেই| কোন কর্মচারী লাগবে না| আপনি এটা যে কোন অ্যাপ এর মাধ্যমে whatsapp, instagram ,facebook এর মাধ্যমে প্রোডাক্টগুলো লোকজনের কাছে পৌঁছে দিতে পারেন এবং কোন প্রোডাক্টের অর্ডার দিলে আপনি নিজে শেষ দামটি নির্ধারণ করে সে প্রোডাক্টটি বিক্রি করতে পারেন |
আপনি ব্যবসাটা এগুলোর জন্য ধীরে ধীরে নিজস্ব ওয়েবসাইট ই-কমার্স ফেসবুকের পেজে মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবেন।এবং ধীরে ধীরে ব্যবসাটাকে বড় করতে পারবেন কোনরকম বিনিয়োগের ছাড়াই|