ভুয়োদের OMR শিট বেরিয়ে গেল, বললেন বিচারপতি

টেট পরীক্ষার পরেও শান্তি মেলেনি রাজ্যে ।এখনো অনেক কাজ বাকি, যারা যারা ভুল ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বা চাকরি পেয়েছিল তাদেরকে এখনো সম্পূর্ণভাবে জানা হয়নি ।এখনো বাকি রয়েছে অনেক কাজ, কি কি করলে এই ভুয়ো দের ধরা যাবে? সেই নিয়ে ব্যস্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসুন জেনে নেবে প্রতিবেদনের মাধ্যমে সবকিছু কি কি পদক্ষেপ নেয়া হয়েছে এর জন্য?

আরো অনেক –মমতার হাতে গোলাপ দিলেন মোদি। দুয়ারী সরকারকে দেয়া হয়েছে বিশেষ সম্মান মোদীর তরফ থেকে।

আদালতের কড়া নির্দেশের পরেও স্বচ্ছতার পথে হাটছে না স্কুল সার্ভিস কমিশন। এখনো অনেক কথাই শুনছে না স্কুল সার্ভিস কমিশন। যে সন্দেহজন 952 জন কে এসএসসিতে ভুয়ো হিসেবে ধরা হয়েছে। তাদের পক্ষে এখনো কোনো পাকাপক্ক সন্ধান পাওয়া যায়নি। তাদের নাকি OMR দেখতে গেলে এখনো প্রাপ্তির রোল নাম্বার এবং জন্ম তারিখ দরকার।কেনো এই ঘোমটা? এই নিয়ে ক্ষেপে উঠেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতির অর্থাৎ আদালতের কথা কোন দাম দিচ্ছেন না এসএসসি ।এর ফলে বেলা বারোটায় অর্থাৎ আজ বেলা বারোটায় কমিশন সচিবকে আদালতে হাজিরা দিতে বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আসল বিষয়টি হলো গত ১৪ ডিসেম্বর নবম এবং দশম নিয়োগ দুর্নীতিতে সন্দেহভাজন হিসেবে ৯৫২ জনকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং বলা হয়েছিল যে তাদের OMR সিটগুলো আপলোড করতে ,যাতে সর্বসাধারণ দেখতে পারে। কিন্তু তার ভিতরেও ঘোটালা দেখা দিয়েছে ।ওই OMR দেখতে গেলে জানতে হবে প্রার্থীর রোল নাম্বার এবং জন্ম তারিখ ।এই নিয়ে ক্ষুব্ধ হয়েছেন আদালতের বিচারপতি গঙ্গোপাধ্যায়।তাই আজকে হাজিরা দিতে বলেছিলেন শিক্ষা পর্ষদের সচিব কে আদালতে।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

কত জনকে ভুয়ো হিসাবে সনাক্ত করা হয়েছে আদালত থেকে?

952

Leave a Comment