কৃষক ভাইদের জন্য একটি সুখবর আজকের প্রতিবেদনে আমরা প্রধানমন্ত্রী কৃষাণ ১৩ কিস্তির ইনস্টলমেন্টের ডেট সম্বন্ধে জানব। কিছুদিন আগে পিএম কিষান যোজনার ১২ কিস্তির টাকা কৃষকদের একাউন্টে টাকা পৌঁছে গেছে।এই টাকা ঢুকতে অনেক দেরি হবার জন্য,১৩ কিস্তির টাকা নভেম্বর থেকে মার্চের মধ্যে সম্পূর্ণ করা হবে। এই সম্বন্ধে আরো ভালোভাবে জানতে আমাদের এই প্রতিবেদনে পড়তে থাকুন।

আরো পড়ো-বিনামূল্যে 5 লাখ টাকার চিকিৎসা | বিস্তারিত তথ্য জানুন| Ayushman Card
বিষয় তালিকা
সময়সীমা
প্রধানমন্ত্রী কৃষাণ যোজনা 13 নম্বর ইনস্টলমেন্টের তারিখ ফেব্রুয়ারি ২০২৩ এর শেষ সপ্তাহের মধ্য সম্পূর্ণ করা হবে এবং প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় খ্রিস্টের টাকার মধ্যে অন্তত চার মাসের ব্যবধান থাকবে।
কখন কখন এই টাকা কৃষকদের একাউন্টে যাবে?
- প্রথম কিস্তি- ১ এপ্রিল থেকে ৩১জুলাই মধ্যে দেওয়া হবে।
- দ্বিতীয় কিস্তি- ১ আগস্ট থেকে ৩০ শে নভেম্বরের মধ্য দেওয়া হবে।
- তৃতীয় কিস্তি-১ ডিসেম্বর থেকে ৩১শে মার্চের মধ্য টাকা ট্রান্সফার করা হবে।
কেমন করে আপডেট করব
- পিএম কৃষাণ সম্মান নিধিতে আপনার যদি কোন সমস্যা দেখা দিচ্ছে তাহলে আপনি হেল্প লাইন নাম্বার এ কল করতে পারেন এবং ইমেইল আইডিতে মেইল করতে পারেন।
- হেল্পলাইন নম্বর -155261 অথবা 1800115526/01123381092
- ইমেইল আইডি – [email protected]
- যদি এখনো অনলাইনে এপ্লাই না করে থাকেন তাহলে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি রেজিস্ট্রেশন করিয়ে নিন।
আপনি আপনার কিস্তির স্ট্যাটাস কি করেছে করবেন?
- পি এম কিষান অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস[beneficiary status] এর পর ক্লিক করুন
- রেজিস্ট্রেশন নাম্বার ভোরে আপনি দেখতে পারেন আপনি যদি রেজিস্ট্রেশন নাম্বার না জেনে থাকেন । তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার (know your registration number) এর উপর ক্লিক করুন।
- তারপর আপনি রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে ওটিপির (OTP) মাধ্যমে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানতে পারেন এবং তার মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন।
অফিসিয়াল ওয়েবসাইট- এখানে ক্লিক করুন