PM Kisan এ 13th installment এর টাকা এই দিনে পাবেন | জেনে নিন কোন দিন

আরেকটু সুখবর নিয়ে হাজির। যে সকল কৃষকেরা কিষান যোজনা টাকা পেয়ে গেছেন অর্থাৎ ১২ কিস্তির টাকা তাদের একাউন্টে ঢুকে গেছে তাদের জন্য একটি বাম্পার সংবাদ।। এই প্রতিবেদনে মাধ্যমে আমরা জানাতে চেষ্টা করব ১৩ কিস্তি তা কিভাবে কৃষক বন্ধুরা পাবে?

PM Kisan এ 13th installment

আরো পড়ো-আধার কার্ড (UIDAI) আপডেট না করলে হবে ব্লক | জেনে নিন কিভাবে করবেন।

১ ডিসেম্বর ২০২২ থেকে এই 13 কিস্তির টাকা পেতে শুরু করবেন কৃষকেরা ।তার জন্য তাদের আগে ১২ নম্বর কিস্তির টাকা ঢুকেছে কিনা সে বিষয়ে সম্বন্ধে জানতে হবে। যদি না ঢুকে থাকে তাহলে কি কি করনীয় সেই সবগুলো করতে হবে ।তা না হলে ১২ নম্বর কিস্তি টাকা যদি কৃষকদের একাউন্টে না ঢোকে তাহলে, ১৩ নম্বর কিস্তির টাকা তারা পাবে না।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি পিএম কিষান যোজনা (PM KISHAN YOJANA) সুতরাং ১৭ অক্টোবর জারি করেছিল ।এই যোজনা তে ১৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ২.৬২ কোটি কৃষক পিএম কৃষানের ১২ তম কিস্তি থেকে বঞ্চিত।

কিন্তু একটা জরুরী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ১২তম কিস্তি যেসব কৃষকেরা এখনো পায়নি ৩০ শে নভেম্বরের মত তাদের একাউন্টে টাকা ঢুকে যাবে।অনেকে টাকা পায়নি তার সব থেকে বড় কারণ হলো অনেকের কেওয়াইসি (KYC) করানো ছিল না।

যার কারণে অনেক কৃষকের একাউন্টে টাকা ঢোকেনি। এইসবের কারণে ১২ তম কিস্তিতে অনেক কৃষক টাকা পায়নি। পিএম কিষান যোজনা তে প্রত্যেক বছর কৃষকদের ৬০০০ টাকা করে দেওয়া হয়।

কি কি করতে হবে?

অনেকের দেখা গেছে যে কেওয়াইসি [KYC] করানো সত্বেও তাদের একাউন্টে টাকা ঢোকেনি। এতে চিন্তা করার কোন কিছু নেই| আপনাকে কৃষিবিভাগ কার্যালয়ে গিয়ে আপনার জমির ভেরিফিকেশন করাতে হবে| তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

যদি জমির ভেরিফিকেশনেও করানো থাকে তারপরও যদি টাকা না ঢুকে তাহলে আপনার পিএম কিষান যোজনা জন্য ফরম ফিলাপ করার সময় হয়তো ভুল ভ্রান্তি হয়ে গেছে সেটাকে সংশোধন করে আপনি আবার আবেদন করতে পারবেন।সবকিছু ঠিকঠাক থাকলে অতি শীঘ্রই আপনার একাউন্টে টাকা ঢুকে যাবে।

কোনরকম বেশি প্রবলেম হলে আপনি সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবকিছু চেক করাতে পারেন |আপনার আধার নাম্বারের মাধ্যমে আপনি আপনার ডকুমেন্টস ,আপনার স্ট্যাটাস সবকিছু ওখান থেকে দেখে নিতে পারেন।

সরকারি অফিসিয়াল ওয়েবসাইটেhttps://pmkisan.gov.in/

Leave a Comment