PM KISAN এর বড় Update: যারা 12/13 তম কিস্তির টাকা পাননি তারা কিভাবে টাকা পাবেন? জেনে নিন

ভারত কৃষি প্রধান দেশ এদেশের ৭০% এরও বেশি লোক কৃষিকাজের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে।এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক বন্ধুদের জন্য একটি সুখবর দিয়েছেন । প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী পিএম কিষান যোজনা (PM KISAN YOJANA) চালু করেছেন। তিনি পিএম কিষান যোজনা ১৭ অক্টোবর,২০২২ জারি করেছেন।

এই যোজনাতে বলা হয়েছে যে ভারতের কিষান বন্ধুরা ১৬০০০ কোটি টাকা পাবে।কিন্তু এখন ও পর্যন্ত সবার কাছে এই প্রকল্পের টাকা পৌঁছে পারে নি। কমপক্ষে ২.৬২ কোটি কিষান এখনও পর্যন্ত এই ১২ তম কিস্তির টাকা পাই নি।কিন্তু সম্প্রতিকালে এক জরুরি বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে যে, যারা এখন ও পর্যন্ত ১২ তম কিস্তির টাকা পায়নি ।তারা ৩০ শে নভেম্বর,২০২২ এর মধ্যে টাকা পেয়ে যাবে ।

বিষয় তালিকা

PM KISAN এর টাকা না পাওয়ার সব থেকে বড় কারণ গুলো কি কি?

  • অনেকে KYC করি নি। যার কারণ বশত তাদের অ্যাকাউন্টে এখন ও টাকা যায় নি।
  • অনেকের জমি বাছাই করা হয়নি বা জরিপ করা হয়নি যার কারণে তারা নথিভুক্ত হতে পারেনি।
  • এছাড়া আরো অন্যান্য কারণ রয়েছে যার ফলবশত এখনো পর্যন্ত পিএম কিষানের ২০০০ টাকা পাই নি । এটাই মূল কারণ ১২তম কিস্তির টাকা অনেকের ব্যাংক একাউন্টে ঢোকেনি। প্রত্যেক বছর ৩ রকম ভাবে টাকা দিয়ে থাকেন অর্থাৎ মোট 6 হাজার টাকা করে কৃষক বন্ধুদের দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে।

কি কি করনীয় কাজ রয়েছে যার ফলবশত কিষান বন্ধুরা প্রকল্পের টাকা পেতে পারে?

  • অনেকের দেখা গিয়েছে যে কেওয়াইসি (KYC) করানো সত্বেও তাদের একাউন্টে টাকা ঢোকেনি। কিন্তু এই বিষয় নিয়ে চিন্তা করার কোন কারণ নেই আপনাকে প্রথমে কৃষি বিভাগ কার্যালয়ে গিয়ে আপনার জমি একটি ভেরিফিকেশন করাতে হবে।
  • এই ভেরিফিকেশন করানোর ফলে আপনার একাউন্টে টাকা ঢুকে যাবে। যদি জমি ভেরিফিকেশন করানোর পরেও আপনার একাউন্টে পিএম কিষণ যোজনা টাকা না ঢুকে তাহলে আপনি আবার ফরম ফিলাপ করবেন।
  • হয়তো কোন ভুল ভ্রান্তির জন্য এই সমস্যা দেখা দিচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি অতিশীঘ্রই আপনার একাউন্টে ১২ তম কিস্তি অর্থাৎ ২০০০ টাকা পেয়ে যাবেন।

এইভাবে দেখে নিন আপনার pm-kisan এর টাকা

  1. pm-kisan এর অফিশিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যান
  2. একটু নিচে নামার পরে ডান দিকের কোনায় একটি ঘড়ির সিম্বল থাকবে
  3. তার তলায় বেনিফিসারী স্ট্যাটাস (Beneficiary status) বলে লেখা থাকবে
  4. তাতে ক্লিক করুন
  5. এবার আপনার আধার নম্বর, মোবাইল নম্বর দেয়ার অপশন ওপেন হয়ে যাবে.
  6. আপনি যেকোনো একটি (আধার নম্বর/মোবাইল নম্বর) দিয়ে নিচের ক্যাপচা ফিলাপ করে Get Data ক্লিক মারুন.
  7. এবার আপনার সামনে সমস্ত তথ্য খুলে যাবে
  8. এইভাবে খুব সহজেই আপনি আপনার pm-kisan এর যাবতীয় তথ্য দেখতে পারবেন|

অফিসিয়াল ওয়েবসাইট— এখানে ক্লিক করুন

FAQ/বহু চর্চিত প্রশ্ন

পি এম কিষান যোজনায় ভারতে তম কিস্তিতে কত টাকা করে কৃষাণ বন্ধুরা টাকা পাবে?

২০০০

পিএম কিষান যোজনা বছরে কয়বার দেওয়া হয়?

৩ বার

Leave a Comment