Post Office New Scheme: 14 লক্ষ টাকা পাবেন! মাত্র 1000 টাকা প্রতি মাসে জমাতে

করোনা কালের পর থেকে বাজার এর অবস্থা বেসামাল। সব দেশের GDP একদম তলানিতে গিয়ে থেমেছে। আমাদের দেশের ও অবস্থা এক রকম।এই সময় দেশের মানুষের আর্থিক ব্যবস্থা সচল রাখার পরিপ্রেক্ষিতে ভারতীয় ডাক বিভাগের কোন বিকল্প নেই।

Post Office New Scheme:

আরো পড়ো-WB SSC 2022: ১,৬০০ শূন্য পদে শিক্ষক পেশার চাকরি |জানুন বিস্তারিত WB SSC

শুধু এখনই নয়, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের জনস্বার্থে অনেক কাজ করেছে ভারতীয় ডাক বিভাগ। বিগত কয়েক বছর আগে পোস্ট অফিসের ভাটার টান পড়ে কিন্তু এখন আবার সব মহিমা দেশের মানুষের পাশে দাঁড়িতে অবতীর্ণ হয়েছে|

যা যা সুবিধা ডাক বিভাগ থেকে পেয়ে থাকে?

দেশের মানুষের এর কাছে সব থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ভারতের ডাক বিভাগ ।পোস্ট অফিসের NATIONAL SEVINGS CERTIFICATE স্কিমের মাধ্যমে মানুষকে মোটা অংকের সুদ দেওয়া হয় যা অন্য সব প্রতিষ্ঠানকে পিছনে ফেলে দিয়েছে।

আপনি যদি বড় অংকের টাকা রিটার্ন পেতে চান তাহলে আপনি( রুরাল পোস্টাল লাইফ ইন্সুরেন্স প্ল্যান )পোস্ট অফিসের যে স্কিম রয়েছে সেটা করতে পারেন। তাতে আপনি বড় অংকের টাকা রিটার্ন পেতে পারেন এবং সব থেকে বড় কথা হলো পোস্ট অফিসের স্কিমে করা বিনিয়োগে কোনরকম ঝুঁকি নেই।

এ ছাড়া অন্য সব আরো স্কিম রয়েছে ভারতীয় ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগ গ্রামের কথা ভেবে ২৭ বছর আগে গ্রামীণ ডাক জীবন বীমা যোজনা শুরু করেছিল। সেখানে বিনিয়োগকারী ব্যক্তি ৮০ বছর পর্যন্ত বিমাকৃত থাকেন, এবং যদি 80 বছরের আগে তিনি মারা যান তাহলে তার নমিনি টাকা পায়। এবং ৮০ বছর পরেও যদি তিনি বেঁচে থাকে তাহলে ম্যাচুরিটির সুবিধা পেয়ে থাকেন।

অফিসিয়াল ওয়েবসাইট –এখানে ক্লিক করুন

গ্রামীণ ডাক জীবন বীমা যোজনাতে কত বছর পর্যন্ত বিমাকৃত হবে?

৮০ বছর পর্যন্ত।

Leave a Comment