দুবাই ও লাহোরে সিট পড়েছে Primary TET এর। কিন্তু কেন? কি বললেন প্রশাসক?

আবার টেট নিয়ে দুর্নীতি । কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে টেট এর এডমিট কার্ড। সেই এডমিট কার্ড গুলো তেও কেন এরকম হচ্ছে? কিসের জন্য? কারাই বা এর সঙ্গে যুক্ত রয়েছে? আসুন জেনে নেয়া যাক সেই সকল বিষয় সম্বন্ধে আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে।

আরো পড়ো –Pradhan Mantri Awas Yojana: বড় গন্ডগোল! এবার পুলিশ তালিকা দেখে নির্ধারণ করবে সবকিছু, যারা বাড়ি পাবেন।

বিষয় তালিকা

Primary TET 2022:কোথায় পড়েছে টেট পরীক্ষার সিট?

কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এই বছরের টেট পরীক্ষার এডমিট কার্ড । তারমধ্য শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায় । এই পরীক্ষার কারো কোন সিট পড়েছে দুবাই ,কার পড়েছে লহরে। কেন এমন হলো? কারা এর পেছনে দায়ী? পরে শিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে যে এডমিট কার্ড গুলো ভুয়ো । এর পিছনে আরো অন্য কারো হাত রয়েছে।

গত বুধবার টেট পরীক্ষার এডমিট কার্ডের লিঙ্ক চালু করেছেন শিক্ষা পর্ষদ । সার্ভার ডাউন এর ফলে অনেকেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারছিলেন না । আপাতত এখন সবকিছু ঠিকই আছে। কিন্তু শোরগোল পড়ে যায় এক পরীক্ষার্থীর এডমিট কার্ড দেখার পরে, তার দুবাইয়ের একটি টেকনোলজি কলেজ এ সিট পড়েছে। এর বাড়ি ছিল হুগলী জেলাতে এবং অপরজনের সিট পড়েছে পাকিস্তানের লাহোরে, যার বাড়ি পুরুলিয়াতে ।

পরে সবকিছু জানার পরে জানা গিয়েছে যে ,যে প্রার্থীর সিট দুবাইতে পড়েছিল তার আদতে সিট হচ্ছে হুগলির একটি মহিলা কলেজের।

Primary TET 2022:প্রাথমিক পর্ষদের প্রতিক্রিয়া

বিষয়টি নিয়ে পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানিয়েছেন যে , সোশ্যাল মিডিয়াতে যেসব পরীক্ষা কেন্দ্র গুলো দেখা গিয়েছে এডমিট কার্ডে সেইসব পুরোপুরি ভুয়া । পরীক্ষামূলক ভিত্তি নেই। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষা পর্ষদের উপ-সচিব।

Primary TET 2022:কীভাবে প্রাথমিক টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে?

  • সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে যান।

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

  • হোমপেজে অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচের এলিজিবিলিটি তেস্ট 2022 ক্লাস (1-5) অপশন থাকবে সেখানে ক্লিক করুন ।
  • তারপর একটি নতুন পেজ খুলে গেলে প্রিন্ট/ ডাউনলোড এর উপর ক্লিক করুন
  • তারপর রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে প্রিন্ট আউট বের করে নিন।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

Primary TET 2022: দুবাইতে যে প্রার্থীর এডমিট কার্ডের সিট পড়েছে, তার আদতে সিট কোথায়?

হুগলির একটি মহিলা কলেজের।

Leave a Comment