Primary TET 2014,2017 মেরিট লিস্টে রয়েছে অনেক গরমিল অনেক প্রার্থীর রোল নাম্বার প্রাপ্ত নাম্বার রয়েছে কিন্তু নেই সেখানে নাম অনেক জলগেড়ার পর অবশেষে মেরিট লিস্ট প্রকাশিত হলেও থেকে গেল বিতর্ক। আসুন জেনে নিয়ে যায় পর্ষদ সভাপতি গৌতম পালের প্রতিক্রিয়া এই লিস্ট বার হবার পর।

আরো পড়ো –একের পর এক ব্যাংক নষ্ট করল RBI | আপনার টাকা থাকলে কিভাবে ফেরত পবেন জেনে নিন
২০১৪ এবং ২০১৭ সালে প্রাইমারি পরীক্ষায় অনেক দুর্নীতি হয়েছিল যার কারণে পরীক্ষার মেধা তালিকা বের হয়নি। পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট ফোনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে জানতে পেরেছিল । অনেক কষ্টের পর হাইকোর্টের নির্দেশে গত শুক্রবার ২০১৪ সালে টেট উত্তীর্ণ করে ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রীদের তালিকা বের হয়েছিল। কিন্তু সেখানেও জলখোলা অনেক তালিকা এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়ে গেছে।
মেধা তালিকা বার হবার কিছুক্ষণের মধ্যেই বিতর্ক শুরু হয়ে যায়। তখন পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন ২০১৪ সালে টেট পরীক্ষার আগে সমস্ত নথিপত্র তাদের কাছে ছিল না। যার কারণে এখনো মেধা তালিকা অসম্পূর্ণ হয়ে রয়েছে। তবে খুব দ্রুত উত্তীর্ণদের নম্বর তালিকায় আপডেট দেওয়া হবে এই বলে তিনি আশ্বাস দেন।
গত ২০১৪ সালের প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল প্রায় ১ লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থী ছিল। তার মধ্যে ৫৮ হাজার জন বর্তমানে শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন। বাদ বাকিদের কোন মেধা তালিকা বার হয়নি, আর যে মেধা তালিকা বার হয়েছে তাতেও ভুলভ্রান্তি । এখন প্রার্থীরা আবার এই অসম্পূর্ণ তালিকার বিরুদ্ধে কোর্টে যাবেন নাকি তার আগে পর্ষদ সম্পূর্ণ তালিকা প্রকাশ করে ফেলবে এখন সেটাই দেখার পালা।
সবকিছুর আপডেট পেতে আমাদের বাংলা গ্লোবাল ডট কমের পেজে যুক্ত থাকুন। আপনি এখানে টেট পরীক্ষার যাবতীয় বিষয়গুলো জেনে যাবেন। এছাড়া এখানে আপনি পূর্ববর্তী পরীক্ষার কোয়েশ্চেন পেপার ও পেয়ে যাবেন।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
২০১৪ সালের প্রাইমারি পরীক্ষায় কতজন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল?
প্রায় এক লক্ষ ২৫ হাজার চাকরিপ্রার্থীরা।
২০১৪ সালের প্রাইমারি পরীক্ষার উত্তীর্ণদের মধ্যে কতজন বর্তমানে শিক্ষকের চাকরি পেয়ে গিয়েছেন?
প্রায় আটান্ন হাজার