পেনশন পাবেন বেসরকারি কর্মীরা |জানুন কিভাবে পাবেন |New Pension Scheme

ভারতবর্ষ হলো কৃষি প্রধানদের দেশ ।এদেশে চাকরিজীবী থেকে ছোটখাটো ব্যবসাদার অথবা কৃষিজীবী মানুষের সংখ্যা বেশি। আমাদের দেশে চাকরিজীবী লোকেরা প্রত্যেক মাসে মাসে চাকরির শেষে একটা মোটা অংকের পেনশন পান । এবার থেকে বেসরকারি কর্মীরাও এই পেনশন পেয়ে থাকবে।

আরো পড়ো-কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? টাকা না ঢুকলে এটি করুন। টাকা অবশ্যই পাবেন

New Pension Scheme

গত ২০১৪ সালে বিজেপি সরকার প্রথম ক্ষমতায় আসলে মানুষের দৈনন্দিন জীবনে দুঃখ-কষ্ট কমাতে অনেক প্রকল্পকে তার নিজের হাতে তুলে নিয়েছে। এই প্রকল্পের মধ্যে রয়েছে অটল পেনশন যোজনা ,সুকন্যা সমৃদ্ধি যোজনা, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতো একাধিক জনমুখী কল্যাণ। দেশের প্রায় সকল মানুষই পাবলিক প্রভিডেন্ট এর কথা শুনেছেন এখানে বৃদ্ধ বয়স্কদের এককালীন অথবা মাসে মাসে কিছু টাকা দেওয়া হয়। যাতে করে তাদের বৃদ্ধকালে নিরাপদে স্বাচ্ছন্দ থাকতে পারে ।

এছাড়া পাবলিক প্রভিডেন্ট ফান্ডের পাশাপাশি EPFO এর পক্ষ থেকে আরো অনেক পেনশনের সুযোগ সুবিধা দেওয়া হয়। আসুন জেনে নিয়ে যায় সেসব পেনশনের তথ্যাবলী।

পেনশন প্রকল্পটির যাবতীয় নিয়মবিধি এবং তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক

  • এই প্রকল্পটি চালু করা হয়েছে কর্মরত শ্রমিকদের জন্য। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করার জন্য এই প্রকল্পটি প্রধান উদ্দেশ্য।এই প্রকল্পটির অধীনে আসতে হলে ,একটি সংস্থাতে আপনাকে কমপক্ষে ১০ বছরে কাজ করতে হবে। তা না হলে আপনি এই প্রকল্পটির আওতায় আসতে পারবেন না।
  • এই প্রকল্পটির জন্য সব রকম পোস্ট অফিস বা ব্যাংক এ উপলব্ধ রয়েছে। আপনি ব্যাংক বা পোস্ট অফিসের মারফতে এ প্রকল্পটি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।
  • EPFO সদস্য হতে হবে এবং প্রভিডেন্ট ফান্ডের সদস্য থাকতে হবে অন্তত ১০ বছরে । ৫৮ বছর বয়স হলে অবসরপ্রাপ্তদের এই পেনশন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকবে।
  • ৫০ বছর বয়সেও আপনি পেনশন সুযোগ-সুবিধা পেতে পারেন কিন্তু সেটা অর্ধেক পেনশন পাবেন। যদি আপনি চাকরি বদল করেন তাহলে আপনার UAN নাম্বার পরিবর্তন করলে চলবে না।
    • এই প্রকল্পটি সম্পূর্ণ Tax ফ্রি। প্রকল্প জন্য আপনাকে পোস্ট অফিস অথবা ব্যাংকের শাখায় নিজের নাম নথিভুক্ত করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট –এখানে ক্লিক করুন

Leave a Comment