ভারতীয় রেলওয়েতে হল কোটি টাকার চাকরি চুরি ।তাহলে কি আপনি চাকরি হারাচ্ছেন? আপনার কি আর চাকরি থাকবে না ? সকল বিষয় সম্বন্ধে জেনে নিই এবং এর রহস্য যা কিছু রয়েছে সবকিছু সম্বন্ধে আমরা সচেতন হয়ে যায় আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে।আসুন বিস্তারিত ভাবে জেনে নিয়ে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে সব কিছু।

আরো পড়ো –RRB Group D Result 2022: বেরিয়ে গেল রেজাল্ট দেখুন কাট অফ মার্কস কত এবং চান্স পেয়েছেন কিনা।
কর্মচারীরা যে কোম্পানির আওতায় কাজ করে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার একটা সংবাদ পাওয়া গেছে । আর সেই কারণেই দলের একজন কর্মচারী এই কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তার কথিত কারণ হলো এটি একটি বিরক্তিকর কাজ। যেখানে তার কিছুই করার নেই।তাই তিনি কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
ডাবলিনের এক আইরিস রেলকর্মী তিনি শেয়ার করেছেন যে তার বাৎসরিক ইনকাম এক লক্ষ কুড়ি হাজার ডলার । কিন্তু তার কোন কাজ নেই সারাদিন বসে থাকতে হয়। বাড়ি থেকে অফিস অফিস থেকে বাড়ি । তার কাজ এর সূত্র জানিয়েছে যে তার এই পরিস্থিতিতে তাকে তার সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন করছেন।
সে প্রত্যেকদিন দশটার সময় অফিসে যায় একটি সংবাদপত্র পড়েন কিংবা কম্পিউটার চালু করে দেখেন। কিন্তু কোনো কাজের কোন কিছু থাকেনা। কখনো ইমেইল চালু করেন এবং যদি কেউ উত্তর চাই সেটার উত্তর দিন চুপচাপ বসে থাকেন। এভাবে তার মানসিক পরিস্থিতি খারাপ হচ্ছে বলে তিনি জানিয়েছেন। পরবর্তীকালে আরো সমস্যায় পড়তে হতে পারে বলে তিনি জানিয়েছেন কারণ এটি একটি বোরিং জব হিসেবে তিনি গণ্য করেছেন।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
কোথাকার লোক রেলের বিরুদ্ধে মামলা করেছেন?
ডাবলিনের এক আইরিস রেলকর্মী