মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে রেলওয়েতে চাকরি | Group c, Group D পদে

পশ্চিমবঙ্গে এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস থাকলেই আপনি বসতে পারবেন রেলের গ্রুপ ডি এবং গ্রুপ সি এর চাকরিগুলোতে।কয়েক বছর আগে ও যদি আপনার আইটিআই কোর্স বা পলিটেকনিক কোর্স না থাকতো তাহলে আপনি রেলের কোন চাকরিতেই বসতে পারতেন না।

রেলওয়েতে চাকরি

আরো পড়ো-কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? টাকা না ঢুকলে এটি করুন। টাকা অবশ্যই পাবেন

কিন্তু আজ আমরা আমাদের এই পত্রিকার মাধ্যমে ইস্টার্ন রেলওয়েতে এমন কিছু নিয়োগের কথা আলোচনা করব যেখানে চাকরির জন্য আপনাকে কোন ITI ট্রেড বা পলিটেকনিক কোর্স করার প্রয়োজন নেই। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মেধা হিসেবেই আপনি চাকরিতে বসতে পারেন ।আসুন জেনে নেওয়া যাক এই চাকরির আবেদনের নিয়মাবলী।

বিষয় তালিকা

শূন্য পদের নাম

গ্রুপ সি

আবেদন কারী শিক্ষাগত যোগ্যতা

যেকোনো বোর্ডের সরকারি বোর্ডের স্বীকৃত কমপক্ষে ৫০ পার্সেন্ট নাম্বার পেয়ে উচ্চমাধ্যমিকে পাস করতে হবে ।মাধ্যমিক পাস থাকলে আপনাকে আইটিআই কোর্স কমপ্লিট করতে হবে।

বয়স সীমা

১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে, তবে সরকারের নিয়মাবলী এস সি(SC) ,এস টি (ST)রা পাঁচ বছরের,OBC তিন বছরে বয়সের ছাড় পাবে।

শূন্য পদের নাম

গ্রুপ ডি

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা

কোন সরকারি স্বীকৃত ভোট থেকে মাধ্যমিক পাস থাকতে হবে। যারা মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআইএস কোর্স কমপ্লিট করেছে তাদের সমানভাবে যোগ্যতা প্রদান করা হবে।

বয়স সীমা

১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে, তবে সরকারের নিয়মাবলী এস সি(SC) ,এস টি (ST)রা পাঁচ বছরের,OBC তিন বছরে বয়সের ছাড় পাবে।

আবেদন করার পদ্ধতি

  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে অ্যাপ্লাই নাউ (Apply Now) অপশনে গিয়ে ক্লিক করতে হবে।
  • তারপর আপনার যাবতীয় ডকুমেন্ট রেজিস্ট্রেশন করতে হবে ।
  • রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি ইউজার আইডি বা পাসওয়ার্ড দেবে সেটাতে আপনাকে লগইন করতে হবে।
  • আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম ,শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে আপনাকে ফরম ফিলাপ করতে হবে।
  • এরপর পাসপোর্ট সাইজের একটি ফটো স্ক্যান করে ফর্মের সাথে আপলোড করে দিতে হবে এবং আপনার একটি সিগনেচার।
  • সবশেষে যাবতীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে ফার্মের সাথে যুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • এডমিট কার্ড মাধ্যমিকের
  • আধার কার্ড বা ভোটার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট
  • আইটিআই ট্রেড কোর্সের সার্টিফিকেট যদি থাকে
  • পাসপোর্ট সাইজের ফটো

নির্বাচনের পদ্ধতি

পরীক্ষায় আবেদন করার পর পরীক্ষার্থীর আপনাকে ৬০ নম্বরের একটি অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা নেওয়া হবে। এতে উত্তীর্ণ হলে একটি ৪০ নম্বরের ডেসক্রিপশন টাইপ লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এরপর আপনি উত্তীর্ণ হলে আপনার ইমেইল বা স্পিড পোস্টে ইন্টারভিউ লেটার পাঠিয়ে দেয়া হবে। এরপরপই সরাসরি এই চাকরিতে যোগদান করতে পারবেন।

আবেদনের সময়সীমা

গত ১৪/১০/২০২২ সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। এই আবেদন চলবে আগামী ১৪/১/২০২৩ বিকাল ৬:৩০ মিনিট পর্যন্ত।

অফিসিয়াল ওয়েবসাইট-https://indianrailways.gov.in/

Leave a Comment