যাদের যাদের রেশন কার্ড রয়েছে তাদের জন্য আজকের এই প্রতিবেদন । তাদের জন্য আরও একটি সুখবর। 7 ই নভেম্বর থেকে 15 নভেম্বর পর্যন্ত নিয়মিত রেশন বিতরণ করা হবে নির্দিষ্ট স্থান থেকে । অন্ত্যদয় কার্ডধারীদের এই সপ্তাহের মধ্যে ২১ কেজি চাল ও ১৪ কেজি গম দেয়া হবে।

আরো পড়ো –-গ্যাস বুকিং | বদলে গেল 7 টি নিয়ম, না জানলে জরিমানা হতে পারে
এবং যারা ফ্যামিলি রেশন কার্ড রয়েছে তাদের দুই কেজি করে চাল এবং তিন কেজি করে গম দেয়া হবে। চালের দাম ৩ টাকা করে এবং গমের দাম ২ টাকা প্রতি কেজি দরে নেওয়া হবে।
তবে জানিয়ে রাখা ভালো এই সুবিধাটি শুধুমাত্র উত্তরপ্রদেশের নাগরিকদের জন্য। রাজ্য সরকারের থেকে উত্তর প্রদেশের নাগরিকদের জানানো হয়েছে যে ৭ থেকে ১৫ নভেম্বর তারিখের মধ্যে তারা চাল ও গমের পাশাপাশি, যাদের অন্ত্যদয় কার্ড রয়েছে তারা বিনামূল্য লবণ , ছোলা এবং তেলের প্যাকেট পেয়ে থাকবেন।
উত্তর প্রদেশের সরকারি আধিকারিকদের তরফ থেকে এও জানানো হয়েছে যে শুধুমাত্র কার্ড থাকলে যে বিনামূল্যে এই সুবিধাটা পাবে তেমন কিছু নয় । রেশন দোকানে অতিরিক্ত এসব মজুদ মাল থাকবে তার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের বিনামূল্যে সামগ্রী দেয়া হবে ,অর্থাৎ যে রেশন দোকানে অতিরিক্ত প্যাকেট বেশি থাকবে সেখান থেকেই এই বিতরণের ব্যবস্থা করা হবে।
অফিসিয়াল ওয়েবসাইট-– এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
নভেম্বর মাসের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বিনামুলে রেশন দেয়া হবে উত্তরপ্রদেশ রাজ্যে?
7 NOVEMBER TO 14 NOVEMBEER