মাত্র ১০০ টাকায় রেশন |Ration Update

করোনা কালের সময় থেকে দেশের কোটি কোটি মানুষকে রেশন ফ্রিতে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একজোট হয়ে সকল মানুষকে রেশনের ব্যবস্থা করে দিয়েছিল। মহামারীর কারণে দেশের লক্ষ লক্ষ শ্রমিক কাজ হারিয়েছিল । যাদের কাছে দুবেলা খাবারের টাকা পর্যন্ত ছিল না।

আরো পড়ো-IBPS এ 11 টি ব্যাংকে কর্মী নিয়োগ, আবেদন করুন | Bank Jobs 2023

কিন্তু সেই মহামারির থেকে খাদ্য প্রদান করেছেন আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। তখন মানুষকে চাল গম আটা প্রভৃতি রেশন থেকে বিনামূল্যে দেওয়া হতো। এছাড়া পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সাথী প্রকল্পের আওতায় ফ্রিতে সব রকম সুযোগ-সুবিধা দিচ্ছে রাজ্য সরকার ।

নতুন প্রকল্প

এই প্রকল্পটিতে মুদির দোকানের দ্রব্যাদি অর্থাৎ তেল ,নুন ,সবজি থেকে শুরু করছে সমগ্রাধি ১০০ টাকার মূল্যে আপনি পেয়ে যাবেন। অর্থাৎ দেশের বাজার মূল্যের চড়া দামের জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে। এখনো সব রাজ্যে এই প্রকল্পটি চালু হয়নি। এই উৎসবের মৌসুমে শুধুমাত্র মহারাষ্ট্র সরকারি এই প্রকল্পটি চালু করা হয়েছে এবং আস্তে আস্তে সব রাজ্যে এই প্রকল্পটি চালু করা হবে।

কারা এই সুযোগ-সুবিধা পাবে

যাদের অন্ত্যদয় রেশন কার্ড রয়েছে তারাই শুধু এই প্রকল্পটি পেয়ে থাকবে। এই রেশন কার্ডের ক্ষেত্রে চিনির দাম প্রতি কেজি ২০ টাকা হিসেবে নিতে পারবেন তারা।

অফিসিয়াল ওয়েবসাইট –এখানে ক্লিক করুন

Leave a Comment