আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।নতুন নির্দেশিকা অনুযায়ী একটি ব্যাংক পুরোপুরি বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে তারা। আসুন জেনে নিয়ে যাক বিস্তারিতভাবে এই প্রতিবেদনের মাধ্যমে।

আরো পড়ো –Zomato App এ দারুন ইনকাম | প্রতি মাসে 20 থেকে 25 হাজার টাকা সহজে ইনকাম করতে পারবেন | জেনে নিন কিভাবে
দেশের সকল ব্যাংকিং সংক্রান্ত জন্য আর বি আই এর নিজস্ব কিছু নিয়মকানুন রয়েছে । যদি সেই সব না মেনে থাকে কোন ব্যাংক ,তাহলে তার বিরুদ্ধে বড় রকম পদক্ষেপ নেওয়া হলে জানানো হয়েছে।
কিছুদিন আগে কো অপারেটিভ ব্যাংকের উপর কিছু অতিরিক্ত সতর্ক তা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু এরপর আরো কিছু নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে এই ব্যাংকগুলোর উপর।
আর বি আই এবার মহারাষ্ট্র লক্ষ্মী কো অপারেটি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছেন । এতে কোন গ্রাহক আর লেনদেন করতে পারবেনা ।কিন্তু আতঙ্কিত হবার কোন কারণ নেই, গ্রাহকরা আর বি আই এর কাছে ৫ লক্ষ টাকার আমানত ফেরত পাওয়ার সুযোগ পেয়ে থাকবে।
DICGC এর তত্ত্বাবধানে আপনি ৫ লক্ষ টাকা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ব্যাংকে ৫ লক্ষ টাকায় বেশি টাকা রাখেন তাহলে, সেই অতিরিক্ত রাশি পাবেন না। শুধুমাত্র লক্ষী কো অপারেটিভ ব্যাংক নয়, পুনের রুপি কো অপারেটিভ ব্যাংক এর লাইসেন্সও বাতিল করেছে । তাদের কাছে কোন পর্যাপ্ত মূলধন উপার্জনের সম্ভাবনা নেই ।সেহেতু গত ২২ সেপ্টেম্বর ব্যাংকের সমস্ত লেনদেন বন্ধ করে দিয়েছে আরবিআই।
আমানতকারীরা ৫ লক্ষ টাকা কীভাবে পেয়ে যাবেন :
দেশের কেন্দ্রীয় ব্যাংকের ১৯৪৯ সালের ব্যাংকিং অ্যাক্ট অনুযায়ী ১১(১) এবং ধারা ২২(৩)(ডি) এর পাশাপাশি ১৯৪৯-এর ধারা ৫৬-এর বিধানগুলি মেনে চলে না। এছাড়া ব্যাংকটি ২২(৩)(এ), ২২(৩)(বি), ২২(৩)(সি), ২২(৩)(ডি) এবং ২২(৩)(ই) মেনে চলতে ব্যর্থ হওয়ায় ১৯৬১-এর বিধান অনুযায়ী আমানতকারীরা প্রত্যেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চিত বীমা দাবি করার অধিকারী হবেন।
FAQ/বহু চর্চিত প্রশ্ন
আমানতকারীরা কত টাকা পর্যন্ত ফেরত পেতে পারে?
৫ লক্ষ