পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দাদের জন্য অর্থাৎ যারা চাকরির জন্য দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য একটি সুখবর নিয়ে হাজির। এবার দেশের বিখ্যাত এগারোটি ব্যাঙ্কে একই সঙ্গে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আসুন জেনে নিয়ে যাক এই পদের সম্বন্ধে এবং বিস্তারিত খুঁটিনাটি।

আরো পড়ো-মাধ্যমিক পাশে HHW পদে চাকরি
বিষয় তালিকা
ব্যাংকের নাম
- Bank of Baroda
- Bank of India
- Bank of Maharashtra
- Canara Bank
- Central Bank of India
- Indian Bank
- Indian Overseas Bank
- Punjab National Bank
- Punjab and Sind bank
- UCO Bank
- Union Bank of India
পদের নাম
- Agriculture field officer
- law officer scale 1
- HR/ personal officer
- marketing officer
- Rajbhasha Adhikari
- IT officer
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস থাকতেই হবে।
প্রার্থীর বয়সসীমা
ন্যূনতম বয়স কুড়ি বছরের সর্বোচ্চ ৩০ বছর থাকলে আবেদন জানাতে পারবে
আবেদনের পদ্ধতি
- অনলাইনের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন প্রথমে আই বিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে।
- সে ক্ষেত্রে নিজের নাম বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রাখতে হবে এবং পুনরায় ইমেইল আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করতে হবে।
- এখানে সবরকম তথ্যাবলী অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা সবকিছু দিয়ে ডকুমেন্টস আপলোড করতে হবে সবার শেষে আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- মাধ্যমিকের এডমিট কার্ড
- স্থানীয় ঠিকানার প্রমাণপত্র
- কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- পাসপোর্ট সাইজের ফটো
- শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
- আধার কার্ড
- ভোটার কার্ড
আবেদনের সময়সীমা
আগামী একুশে নভেম্বর থেকে আবেদনকারী আবেদন করতে পারবে।
অফিসিয়াল ওয়েবসাইট- CLICK HERE