সম্প্রতি অগ্নিমূল্যের বাজারে সংসার চালানো দায়। এরই মধ্যে রয়্যাল এনফিল্ড বুলেট নিয়ে এলো এক জবরদস্ত ধামাকা অফার। বাইকে চড়তে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল আর তা যদি হয় রয়াল এনফিল্ড বুলেট ৩৫০। একদম সোনায় সোহাগা।
প্রতিদিন মাত্র ৯৬ টাকায় আপনি নিয়ে আসতে পারেন আপনার স্বপ্নের বাইক।পাশাপাশি রয়্যাল এনফিল্ড একটা ফাইনান্স স্কিম ( Finance scheme) এনেছে যার মাধ্যমে আপনি মাসিক কিস্তিতেও গাড়িটি নিয়ে আসতে পারেন । শুধু ক্রেতাদের প্রথমে একটা ডাউন পেমেন্ট করতে হবে।

তাহলে জেনে নেওয়া যাক রয়েল এনফিল্ড বুলেট এর নতুন অফারগুলি:-
বর্তমান রয়াল এনফিল্ড বুলেটের বাজারের দাম ১ লক্ষ ৮৮ হাজার টাকা । এক্ষেত্রে বাইকের আসল দাম হয় ১ লক্ষ ৬৩ হাজার টাকা।বাইকটি অন রুট করতে আরো ২৫ হাজার টাকা গুনতে হয়।
এখন থেকে সেই সমস্যা থাকবে না,রয়েল এনফিল্ড এর গ্রাহককে মোট ৫১ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে সঙ্গে সঙ্গে ব্যাংকের ঋণের জন্য আবেদন করতে পারবে।ব্যাংক গ্রাহককে প্রায় ১,৮৭,৮৪২ টাকা ঋণ প্রদান করবে । গ্রাহক কে প্রতি মাসে ২৮৮৭ টাকা ইএমআই দিতে হবে। যার দৈনিক ভিত্তিতে 96.23 টাকা প্রদান করতে হবে। এই ঋণের ক্ষেত্রে ব্যাংককে বার্ষিক ৯.৭ শতাংশ সুদ প্রদান করতে হবে।
কি কি সুবিধা পাওয়া যাবে?
- একটি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে|
- মাইলেজ ৩৭ কিলোমিটার প্রতি লিটার|
- সামনের চাকায় ডিস্ক পিছনের চাকায় ড্রামব্রেক|
- একটি সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম রয়েছে|
সময় নষ্ট করে লাভ নেই যত তাড়া তাড়ি সম্ভব আপনার কাছের কোন রয়েল enfield bullet এর showroom এ গিয়ে নিয়ে চলে আসুন আপনার স্বপ্নের বাইক মাত্র ৯৬ টাকা প্রতিদিনের হিসাবে