SAIL Durgapur Recruitment 2022: এক্সিকিউটিভ/নন-এক্সিকিউটিভ পদে চাকরি, জানুন আবেদনের প্রক্রিয়া সম্পর্কে।

চাকরির প্রার্থীদের জন্য একটি সুখবর। চাকরির জন্য আর চিন্তা করা লাগবে না। এই প্রতিবেদনটা পড়ার পরে আপনি অবশ্যই চাকরির জন্য উপযুক্ত হয়ে উঠবেন এবং চাকরি পেয়ে যাবে। এক্সিকিউটিভ এবং নন এক্সিকিউটিভ পদে পদপ্রার্থী নেয়া হচ্ছে। কোথায় নেয়া হচ্ছে? কাদেরকে নেওয়া হচ্ছে ? এবং কিভাবে এই পদের জন্য আপনি আবেদন করবেন? সবকিছু জেনে নেব আমাদের বাংলা গ্লোবাল ডটকমের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে।

আরো পড়ো –ইন্ডিয়ান ব্যাঙ্ক এসও অ্যাডমিট কার্ড 2022 প্রকাশিত হয়েছে – এখনই ডাউনলোড করুন

বিষয় তালিকা

SAIL Durgapur Recruitment 2022: আবেদনের তারিখ

এই পদের জন্য যে সকল প্রার্থীরা যোগ্য তাদেরকে সাত জনুয়ারি ২০২৩ এর মধ্য আবেদন জানাতে হবে তাহলেই তার এই পরীক্ষার জন্য যোগ্য হবে।

SAIL Durgapur Recruitment 2022: খালি পদের সংখ্যা এবং নাম

  • কনসালটেন্ট (চর্মরোগবিদ্যা) – 01
  • কনসালটেন্ট (সাইকিয়াট্রি) – : 01
  • ম্যানেজার (ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স) – : 01
  • ম্যানেজার (মেকানিক্যাল)- : 02
  • মেডিকেল অফিসার –: 05
  • সহকারী। ম্যানেজার (বয়লার অপারেশন ইঞ্জিনিয়ার) – : ০৩
  • অপারেটর-কাম টেকনিশিয়ান (বয়লার অপারেশন) – (এস-৩)
  • ডিএসপি-২১
  • এএসপি-০৫
  • অপারেটর-কাম টেকনিশিয়ান -০৫
  • অ্যাটেনডেন্ট -কাম টেকনিশিয়ান : ০৪
  • অ্যাটেনডেন্ট-কাম টেকনিশিয়ান:05
  • অ্যাটেনডেন্ট-কাম টেকনিশিয়ান :19

SAIL Durgapur Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা

মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন বা ন্যাশনাল মেডিকেল কমিশন প্রার্থীদের দ্বারা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান থেকে পিজি ডিগ্রী বা ডি এন বি ডিগ্রী থাকা লাগবে। তাহলে এই প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবে।

SAIL Durgapur Recruitment 2022: কিভাবে আবেদন করবেন?

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন।

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

  • তারপর হোম পেজে সংবাদ বিভাগে যান।
  • ওখানে আপনি দুর্গাপুর স্টিল প্লান্ট এবং অ্যালয় স্টিল প্লান্ট এক্সিকিউটিভ এক্সিকিউটিভ বিভাগের নিয়োগের বিজ্ঞপ্তির হোম পেজ পাবেন ।
  • সেখানে আপনি চাকরির বিজ্ঞপ্তি পিডিএফ পাবেন।
  • সেটা ডাউনলোড করে ভবিষ্যতে রেফারেন্সের জন্য একটু সংরক্ষণ করুন এবং আপনি চাকরির জন্য এপ্লাই করতে পারবেন ওখান থেকে।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

SAIL Durgapur Recruitment 2022: আবেদন জানানোর শেষ তারিখ কবে?

7 JANUARY,2023

SAIL Durgapur Recruitment 2022: কতগুলি শূন্য পদে প্রার্থীদের নেয়া হবে?

73

Leave a Comment