বাঙালির বড় উৎসব দুর্গাপূজা, শেষ না হতেই দীপাবলীর শুরু।১২ মাসে ১৩ পূজা এ যেন বাঙালির ঐতিহ্য। এই উৎসবের দিনে ও বাজারে যে অগ্নিমূল্য তা আনন্দ উৎসব সব মাটি করে দিয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সরকার পুজোর আগে নগদ টাকা দিয়েছেন রাজ্য সরকারকে সকল সরকারি কর্মচরীদের।এছাড়াও পুজোর আগেই অক্টোবর মাসের শুরুতেই জেলায় জেলায় সাধারণ মানুষের অ্যাকাউন্ট খুলে তাতে সরকারি প্রকল্পের টাকা দেওয়া হয়েছে।

আরো পড়ো – এই দিনে হবে আপনার জেলায় দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প
সরকারি কর্মচারীদের প্রত্যেক মাসের পহেলা দিনে বেতন পেয়ে যান।তারা কিন্তু বিগত দুর্গাপূজা উৎসব উপলক্ষে মাসের পহেলা দিনের দুদিন আগেই বেতন পেয়ে গেছেন।সরকারি কর্মচারীরা ছাড়াও রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তারাও এই আগাম সুবিধা পেয়েছেন। শুধুমাত্র আর্থিকভাবে নয়, সরকারি কর্মচারীদের ছুটির বিষয়ে খুশির খবর জানালেন রাজ্য সরকার।
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৩ সালে ভরপুর ছুটি রয়েছে সরকারি কর্মচারীদের নবান্নের মারফত এই ছুটির তালিকা জানানো প্রকাশ করা হয়েছে। বেতনের সাথে সাথে এই ছুটির সংবাদ রাজ্যজুড়ে সরকারি কর্মচারীদের মুখে এক হাসির বন্যা এনেছে।
এক নজরে দেখে নেয়া যাক আগামী বছর সরকারি কর্মচারীদের ছুটির তালিকা
- ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মজয়ন্তী,
- ২৩ তারিখ নেতাজি জন্মজয়ন্তী
- ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারিতে পড়েছে সরস্বতী পুজো। এই আবহে সরস্বতী পুজোর ছুটি দেওয়া হচ্ছে ২৫ জানুয়ারি।
- ১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনের ছুটি থাকবে।
- ৭ মার্চ দোলযাত্রার ছুটি থাকবে। তাছাড়া এছাড়াও শিবরাত্রি উপলক্ষ্যে ছুটি পাবেন সরকারি কর্মীরা।দোলযাত্রার পরের দিন ছুটি থাকবে।
- ৭ এপ্রিল (গুড ফ্রাইডে)
- ১৪ এপ্রিল (আম্বেদকর জয়ন্তী)
- ১৫ এপ্রিল বাংলা নববর্ষ
- ২২ এপ্রিল ইদ-উল-ফিতর। এছাড়াও ইদের আগের দিনও থাকবে ছুটি।
- ১ মে বুদ্ধ পূর্ণিমা ও শ্রমিক দিবসের ছুটি দেওয়া হবে।
- ৫ এবং ৯ মে-ও ছুটি থাকবে।
- ২৯ জুন বকরি ইদ
- ২৯ জুলাই মহরম
- ১৫ই অগস্টে স্বাধীনতা দিব
- ২ অক্টোবর গান্ধীজয়ন্তী
- ১৪ অক্টোবর মহালয়াতে এরপর রয়েছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আগামী বছর পুজো উপলক্ষে ১৮ অক্টোবর অর্থাৎ চতুর্থী থেকে বন্ধ থাকবে সরকারি অফিস। দশমীর পর আবার ২৫, ২৬ ও ২৭ তারিখ পর্যন্ত সরকারি দফতরে দেওয়া হয়েছে ছুটি। এছাড়াও ওই মাসেরই ২৮ তারিখ থাকছে লক্ষ্মীপুজোর ছুটি।