চাকরি প্রার্থীদের জন্য আরেকটি সুখবর নিয়ে হাজির আমাদের এই বাংলা global.com ওয়েবসাইট। বেরিয়ে গেল এস বি আই, পিও এর প্রবেশপত্র। আসুন জেনে নেয়া যাক কি করে প্রবেশপত্র ডাউনলোড করব? কোথায় গেলে আমরা এই প্রবেশপত্র গুলো পেয়ে যাব ?এই সকল কিছু বিস্তারিতভাবে।

বিষয় তালিকা
আরো পড়ো –SAIL Durgapur Recruitment 2022: এক্সিকিউটিভ/নন-এক্সিকিউটিভ পদে চাকরি, জানুন আবেদনের প্রক্রিয়া সম্পর্কে।
SBI PO Admit Card:কবে বার হবে?
গত 4 ডিসেম্বর 2022 তারিখে এ প্রবেশ পত্র বেরিয়ে গেছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে। যেখানে গিয়ে আপনি আপনার ডকুমেন্টস গুলো দিয়ে আপনি আপনার প্রবেশপত্র টি ডাউনলোড করতে পারবেন । যেখানে আপনার টিকিট নাম্বার, সিটের নম্বর , পরীক্ষার সময়, তারিখ নির্দেশিকা এবং সবকিছু দেওয়া থাকবে।
SBI PO Admit Card: পরীক্ষার সময়সূচি এবং শিফট
- SBI পরিচালনা করবে প্রিলিম পরীক্ষা 2022 ডিসেম্বর 17, 18, 19 এবং 20, 2022 তারিখে। প্রার্থীদের পরীক্ষার সমস্ত দিন হল টিকিট বহন করতে হবে।
- SBI PO প্রিলিম শিফটের সময় হল সকাল 9 টা থেকে 10 টা, তারপর 11.30 টা থেকে 12.30 টা, তারপর 2 টা থেকে 3 টা পর্যন্ত এবং সবশেষে 4.30 টা থেকে 5.30 টা পর্যন্ত।
- মোট, 17 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
SBI PO Admit Card:কিভাবে আবেদন পত্র ডাউনলোড করবেন?
- সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর কল লেটার লিংকটি নির্বাচন করুন এবং আপনার নিবেদন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার প্রবেশপত্র টি খুলে ফেলুন ।
- তারপর ডাউনলোড করে নিন আপনার পরীক্ষার দিনের জন্য।
অফিসিয়াল ওয়েবসাইটে এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
SBI PO Admit Card:কবে থেকে প্রবেশপত্র টি অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে?
4 ডিসেম্বর 2022
SBI PO Admit Card:কতগুলো শিফটে এই পরীক্ষাটি নেয়া হবে?
মোট, 17 থেকে 20 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।