চাকরিপ্রার্থী অর্থাৎ ব্যাংকের চাকরি পরীক্ষার জন্য যারা ফরম ফিলাপ করেছিলেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব শীঘ্রই প্রবেশনারী অফিসার পদে যে বিজ্ঞপ্তি ছেড়েছিল তার হল টিকিট প্রকাশ করবে।
সেই সকল বিষয় সম্বন্ধে। কবে এই হল টিকেট প্রকাশ করবে? এবং কোথায় আপনি এই হল টিকিট পেয়ে যাবেন? সবকিছু আপনি আমাদের বাংলা গ্লোবাল ওয়েবসাইট এর মাধ্যমে জানতে পারবেন।

বিষয় তালিকা
SBI Probationary Officer vacant seats: ( খালি পদের সংখ্যা)
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই প্রবেশিকা পরীক্ষার হল টিকেট প্রকাশিত হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই হল টিকিটটি পরীক্ষার্থীরা পেয়ে যাবেন প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে ডিসেম্বর মাসের। এই পদের জন্য মোট ১৬৭৩ জন পদপ্রার্থী কে নিয়োগ করা হবে।
How to download SBI Probationary Officer admit card? (প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবেন)
- আপনাকে সর্বপ্রথম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর হোমপেজে প্রবেশ নারীর অফিসার এডমিট কার্ডে লিংকে ক্লিক করতে হবে।
- আপনি আপনার ডকুমেন্টস দিয়ে লগইন এবং জমা করে নিন।
- প্রবেশপত্র চেক করে ডাউনলোড করে নিন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট আউট বের করে নিন।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
Selection process in SBI Probationary Officer: ( নির্বাচনের প্রক্রিয়া)
পরীক্ষার ধাপ | পূর্ণ নম্বর | বিষয়বস্তু |
ফেস ১ | 100 | উদ্দেশ্যমূলক পরীক্ষা নিয়ে গঠিত প্রাথমিক পরীক্ষা, |
ফেস ২ | 200+50=250 | 200 নম্বরের জন্য উদ্দেশ্যমূলক পরীক্ষা । 50 নম্বরের জন্য বর্ণনামূলক পরীক্ষা নিয়ে গঠিত মূল পরীক্ষা। এর সাথে সাথে পরীক্ষার্থীদের কম্পিউটারের মাধ্যমেও সবরকম বর্ণনামূলক উত্তরগুলো টাইপ করতে হবে। |
ফেস ৩ | 00 | সাইকোমেট্রিক টেস্ট অর্থাৎ ইন্টারভিউ এবং গ্রুপ ব্যায়াম। |
FAQ/বহু চর্চিত প্রশ্ন
SBI PO পরীক্ষায় কতগুলো ধাপে পরীক্ষা নেওয়া হবে?
3