স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে আবার ছাড়া হয়েছে চাকরির বিজ্ঞপ্তি। প্রায় ষাট লাখ টাকা প্রতিবছর মাসের বেতন হিসাবে দেয়া হবে টাকা চাকরি প্রার্থীদের ।আসুন জেনে নেওয়া যাক এই সকল বিষয় সম্বন্ধে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে। কিভাবে আপনি আবেদন করবেন? কতজন শূন্য পদে চাকরিপ্রার্থীদের নেওয়া হবে? আরো অনেক কিছু বিস্তারিত ভাবে।

বিষয় তালিকা
SBI RECRUITMENT 2022:সারসংক্ষেপ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেটা সুরক্ষা অফিসার এবং সহকারী ডাটা সুরক্ষা অফিসার পদে চাকরি প্রার্থী নেয়া হবে। বয়সসীমা হতে হবে ৩৫ বছর থেকে ৫৫ বছরের মধ্য এবং এই আবেদন জানাতে পারবে ২৯ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে।
SBI RECRUITMENT 2022:বয়স সীমা
ডেটা সুরক্ষা অফিসার এর জন্য সর্বনিম্ন বয়স ৪০ বছরের এবং সর্বোচ্চ বয়স 55 বছর। এছাড়া সহকারী ডাটা সুরক্ষা অফিসারের জন্য সর্বনিম্ন বয়স ৩৫ বছর এবং সর্বোচ্চ বয়স ৪৫ বছর।
SBI RECRUITMENT 2022:শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বাধ্যতামূলক পেশাগত যোগ্যতা: CIPP-E/CIPP-A/CIPM/FIP-এর মতো যেকোনো এক বা একাধিক পেশাদার সার্টিফিকেশনে সার্টিফিকেশন।
SBI RECRUITMENT 2022:বেতন
- ডেটা সুরক্ষা অফিসার-প্রতিবছর 60 লাখ টাকা করে বেতন দেয়া হবে।
- সহকারী ডাটা সুরক্ষা অফিসার-প্রতিবছর ৩৫ লাখ টাকা করে বেতন দেয়া হবে
SBI RECRUITMENT 2022:আবেদনের ফি
- সাধারণ বিভাগ: 750 টাকা (মাত্র সাতশ পঞ্চাশ টাকা)
- EWS/ OBC প্রার্থী: Rs.750 (মাত্র সাতশ পঞ্চাশ টাকা
SBI RECRUITMENT 2022:নির্বাচন পদ্ধতি
প্রথমে যেসব প্রার্থীরা আবেদন জানাবে তাদের একটি শর্ট লিস্ট তৈরি করা হবে এবং তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউ ১০০ নম্বর বহন করবে এবং ইন্টারভিউ এর নাম্বার থেকে একটা মেধাকে তৈরি করা হবে এবং যোগ্য প্রার্থীকে cut off অনুযায়ী চাকরি দেওয়া হবে।
SBI RECRUITMENT 2022:কীভাবে আবেদন করবেন
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রাথমিক যোগ্যতা পোস্ট সম্পর্কিত কাজের অভিজ্ঞতা,নির্দিষ্ট দক্ষতা থাকা আবেদনকারীরা স্ক্যান করা স্বাক্ষর, ফটোগ্রাফ এর অন্যান্য কিছু দিয়ে আপলোড করতে হবে এবং পরীক্ষার ফি দিয়ে সবকিছু সম্পূর্ণ করতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
SBI RECRUITMENT 2022:কতগুলো শূন্য পদে চাকরি দেয়া হবে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেটা সুরক্ষা অফিসার এবং সহকারী ডাটা সুরক্ষা অফিসার পদে চাকরি প্রার্থী নেয়া হবে। [2]