SSC CGL এই পরীক্ষার এডমিট কার্ড 2023 এর বেরিয়ে গেছে | SSC CGL Admit card 2023

ssc cgl এই পরীক্ষার এডমিট কার্ড 2023 এর বেরিয়ে গেছে। কবে এই পরীক্ষা হবে অনুষ্ঠিত হবে? কতজন প্রার্থী কে কোন পদে নেওয়া হবে ? সবকিছু জেনে নেবো অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং আরও অনেক কিছু জানতে আমাদের ওয়েবসাইটে আপনি যুক্ত থাকুন। আমরা প্রতিনিয়ত এই সকল খবরা-খবর আপনাকে জানিয়ে দেবো।

আরো দেখুন –Jio 5G Vs Airtel 5G – কোনটি দিচ্ছে সবচেয়ে বেশি স্পিড 5G তে? কোনটির রিচার্জ প্ল্যান সবচেয়ে কম 5 G তে?

বিষয় তালিকা

এসএসসি সিজিএল অ্যাডমিট কার্ড 2023

ssc.cgl এর এডমিট কার্ড আঠাশে জুলাই 2022 তারিখ থেকে দেয়া আরম্ভ হয়েছে অনেকগুলো পদে প্রার্থী দেয়া হচ্ছে সেই জন্য সময়টা অনেক বেশি লাগছে। এছাড়া আঞ্চলিক যেসব ওয়েবসাইট রয়েছে। সেখানে গিয়েও খোঁজ নিতে পারেন যে কোন তারিখে কোন পরীক্ষার জন্য এডমিট কার্ড বের হবে ।

এসএসসি সিজিএল পরীক্ষার তারিখ 2023

ssc.cgl টিয়ার 1 প্রবেশপত্র পরীক্ষার চারদিন আগে বেরিয়ে যায়। আপনি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পরীক্ষার আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ,জন্ম তারিখ এবং পাসওয়ার্ড অ্যাক্সেস করতে হয় । তার মাধ্যমে তারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

এসএসসি সিজিএল হল টিকিট 2023

  • প্রবেশপত্র হাতে পেলেই সেই প্রার্থী পরীক্ষায় বসতে পারবে নয় তো কোনো প্রার্থী পরীক্ষায় বসতে পারবে না।
  • যদি শংসা পত্রের কোন ভুল খুঁজে পায় তাহলে তাকে পরীক্ষা থেকে বরখাস্ত করা হবে ।
  • এছাড়া যদি কোনো প্রার্থী বেশ কয়েকটি দলে উপস্থাপন করে তাকে তিন বছরের জন্য পরীক্ষা থেকে অযোগ্য ঘোষণা করা হবে।

কিভাবে SSC CGL অ্যাডমিট কার্ড 2023 ডাউনলোড করবেন?

  • প্রথমে আপনি কি অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে আপনি এডমিট কার্ড লিঙ্ক এ ক্লিক করলে ওখানে আপনার অঞ্চল দেখাবে, আপনি আপনার আঞ্চলিক ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনি আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ।
  • আপনার এর জন্য রোল নাম্বার এবং পাসওয়ার্ড সঠিক ভাবে লিখতে হবে। তারপর আপনি ssc.cgl ডিয়ার টু এর এডমিট কার্ডের ক্লিক করলে সেখানে সবকিছু বেরিয়ে যাবে ।
  • আপনি ভবিষ্যতের জন্য একটি ডাউনলোড করে তারা প্রিন্ট আউট বের করে নিতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

FAQ/বহু চর্চিত প্রশ্ন

SSC CGL এর অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হচ্ছে?

28 জুলাই 2022

Leave a Comment