রাজ্যে এবার মাধ্যমিক পাশের ও কর্মী নিয়োগ দেয়া হচ্ছে। বেতন প্রায় 25000 টাকার থেকেও বেশি। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই সকল কর্মী নিয়োগের বিষয়ে সম্বন্ধে জানবো। এবং কতজন কর্মী কোন পদে নেয়া হচ্ছে? কিভাবে আপনি আবেদন করবেন? কি শিক্ষাগত যোগ্যতা দরকার ? সবকিছু যেন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।

আরো দেখুন –২০২৩ সালে কিভাবে করবেন পিএম কিষান এ e kyc? পি এম কিষান এ আবেদন করা সম্পূর্ণ পদ্ধতি ২০২৩ এ
- পদের নাম– লেবার
- শিক্ষাগত যোগ্যতা -অষ্টম শ্রেণী পাস করে তাহলেই সে আবেদন করতে পারবে।
- বয়স -প্রার্থীর বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্য হতে হবে।
- মাসিক বেতন -প্রতি মাসে এই প্রার্থীদের ১৬ হাজার ২০০ টাকা করে দেয়া হবে।
- পদের নাম-মিটার রিডার
- শিক্ষাগত যোগ্যতা-মাধ্যমিক পাশে ও কম্পিউটারের উপর অভিজ্ঞতা থাকতে হবে।
- বয়স -আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে
- মাসিক বেতন -এই বিভাগে যেসব প্রার্থীরা আবেদন করবেন তাদের প্রতি মাসে ২৫ হাজার ২০০ টাকা করে বেতন দেয়া হবে
- পদের নাম-পাম্প অপারেটর
- শিক্ষাগত যোগ্যতা-অষ্টম শ্রেণী পাস থাকতে এবং এবং সঙ্গে আই টি আই পাসও থাকতে হবে
- বয়স সীমা -প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে
- মাসিক বেতন-প্রতিমাসে পঁচিশ হাজার দুশো টাকা করে বেতন দেয়া হবে।
- পদের নাম-সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
- শিক্ষাগত যোগ্যতা -যেকোনো প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে এবং কিছুটা হলেও কাজের অভিজ্ঞতা থাকতে হবে
- প্রার্থীর বয়স– ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে
- বেতন-৪০ হাজার টাকা পর্যন্ত বেতন হবে।
বিষয় তালিকা
কিভাবে আবেদন করবেন
এই পদের জন্য যেসব প্রার্থীর আবেদন করতে চান তারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশনের সময় বৈধ মোবাইল নাম্বার ,ইমেইল আইডি ,শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সব কিছু স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি
মিটার রিডার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ১০০০ টাকা করে আবেদন ফি দেওয়া লাগবে এবং বাদবাকি পদের জন্য কোন রকম আবেদন ফি দেওয়া লাগবে না।
আবেদন করার শেষ তারিখ
৩১শে জানুয়ারী ২০২৩ তারিখের মধ্যেও আবেদন জানাতে হবে।
অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
আবেদন করার শেষ তারিখ কবে?
৩১শে জানুয়ারী ২০২৩ তারিখের মধ্যেও আবেদন জানাতে হবে।