এক লাফে গ্যাংটক | শিলিগুড়ি থেকে গ্যাংটক এক ঘন্টায় | বিরাট সুখবর

পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য একটি সুখবর। পশ্চিমবঙ্গ থেকে এবার খুব সহজে পৌঁছে যাবেন গ্যাংটকে । সিকিম এবং বাংলার সীমানায় যে ১০ নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেখানে একটি নতুন সেতু তৈরি করা হয়েছে। প্রায় দেড় কিলোমিটারের এই সেতুর নাম RANGPO IBM ব্রিজ ।

আরো পড়ো —-WBPSC: Inspector of Factories posts | জানুন কিভাবে আবেদন করবেন

সেটির নামকরণ করা হয়েছে আমাদের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী নামে। চলতি মাসের চার তারিখে এই ব্রিজটি উদ্বোধন করেছেন আমাদের দেশের রাষ্ট্রপতি। একইসঙ্গে আরেকটি টানেল,যা এই জাতীয় ১০ নম্বর সড়কে রয়েছে তাও উদ্বোধন করা হয়েছে। এই চ্যানেলটি করা হয়েছে সিংটাম এবং রানীপুল মধ্যে। এটির নাম Chisopani traffic tunnel.

এতদিন মানুষদের শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার জন্য একটা মাত্রই পথ ছিল সেটা হল রংপো নদীর উপর একটি পুরনো সেতু । আর এই সেতুতে যানজট লেগেই থাকতো। সেইসঙ্গে ধস বা বিপর্যস্ত হলে আরো বেশি সমস্যা হয়ে যেত। যার ফলে অনেকটা ঘুরে তারপর যাতায়াত করতে হতো। এই সমস্যাগুলো মেটানোর জন্য ২০১৭ সালে এই নতুন সেতুটির কাজ শুরু হয়। এবং ২০২০ তে ফেব্রুয়ারি মাসে শেষ হলেও করোনার জন্য বন্ধ রাখা হয়েছিল।

প্রায় ১৩৪ কোটি টাকা ব্যবহার করা হয়েছে। এই সেতুতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি । যা ভূমিকম্পের ৮ থেকে ৯ মাত্রার স্কেল ধরে রাখা সক্ষমতা রাখে ।এই সেতুতে ব্যবহার করা হয়েছে VIADUCT ENGINEERING .

আর যে টানেলটি তৈরি করা হয়েছে সেটি প্রায় ২৫০ মিটার লম্বা এবং ১৭০ মিটার এপ্রোস রোডে রয়েছে তাদের এই চ্যানেলটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ২৯ কোটি টাকা। এই দুটি প্রকল্পের মাধ্যমে ভারতের সঙ্গে সিকিমের যোগাযোগ ব্যবস্থা আরো অটুট হয়ে গেল।

এই অটল সেতুর কারণে রংপোর সেতুটার আর কেউ ব্যবহার করবে না বলে জানিয়েছে ওখানকার বব্যবসায়ীরা । সমস্যায় পড়তে হতে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

সিকিম যাওয়ার জন্য যে নতুন টানেল তৈরি করা হয়েছে সেটির নাম কি?

এটির নাম chisopani traffic tunnel.

সিকিম যাওয়ার জন্য যে নতুন সেতুটি তৈরি করা হয়েছে সেই সেতুটির নাম কি?

অটল সেতু

Leave a Comment