CGL পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর। STAFF SELECTION COMMISSION এর তরফ থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে।যেখানে CGL এর জন্য আপনাকে যা যা করতে হবে সব কিছু দেওয়া রয়েছে। তাহলে আসুন জেনে নিয়ে যা CGL 2022 বিষয় বস্তু।

আরো পড়ো-মিলবে ২ লক্ষ টাকা, দেখে নিন কিভাবে|
বিষয় তালিকা
গুরুত্বপূর্ণ তারিখ
- এপ্লিকেশন ফর্ম ফিলাপ করার তারিখ শুরু হয়েছে ১৭/০৯/২০২২ থেকে এবং লাস্ট তারিখ ছিল ১৩/১০/২০২২ পর্যন্ত।
- অনলাইনে পেমেন্ট করতে পারবেন আপনি ১৪/১০/২০২২ এর মধ্যে।
- অনলাইনে আপনি পেমেন্ট করতে পারবেন ১৫/১০/২০২২ এর মধ্যে এবং সংশোধনী টাইম ১৯ থেকে ২০ অক্টোবর এই দুইদিন ভিতর আপনি করতে পারবেন ।
- টায়ার ওয়ানের(TIER -1) পরীক্ষা 1 থেকে 13 ডিসেম্বর, ২০২২ এর মধ্যে হবে। আপনি এডমিট কার্ড পরীক্ষার আগে পেয়ে যাবেন।
পরীক্ষার ফি
- GEN/OBC/ EWS- 100টাকা
- SC/ ST/ PH- কোনো টাকা লাগবে না।
- সকল মহিলা প্রার্থীদের জন্য কোন রকম ফি দেয়া লাগবে না ।
- প্রথমবার কারেকশনের জন্য ২০০ টাকা এবং দ্বিতীয়বার কারেকশন করতে ৫০০ টাকা করে লাগবে।
- আপনি অনলাইনের মাধ্যমে সব রকম পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
বয়স সীমা
সর্বনিম্ন বয়স ১৮ হতে হবে এবং সর্বোচ্চ বয়স ২৭ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
শূন্য পদের বিস্তারিত
- পদের নাম
CGL IN VARIOUS LEVEL 2022
- মোট পদের সংখ্যা
প্রায় কুড়ি হাজার
- আবেদনকারীর যোগ্যতা
যেকোনো বিষয়ের উপর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
ফরম ফিলাপ করার পদ্ধতি
- আপনি অনলাইনের মাধ্যমে ফরম ফিলাপ করতে পারেন ।
- অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার সকল ডকুমেন্টস(নাম, বয়স, বাবার নাম ,মায়ের নাম ,এডুকেশন কোয়ালিফিকেশন এছাড়া আরো অনেক কিছু) ভেরিফিকেশন করে আপনি ফরম ফিলাপ করতে পারেন।
- সব রকম তথ্যাবলী প্রদান করার পরে আপনি সাবমিট করে একটি প্রিন্ট আউট বের করে নেবেন।
অফিসিয়াল ওয়েবসাইট- Click here