রাজ্য বাসির জন্য খুশির খবর চলে এলো। শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই পাবেন চাকরি। চাকরি হবে ভারতীয় কোম্পানিতে। কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন কিভাবে চাকরি করবেন সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই আর্টিকেলটিতে দেয়া হবে।

মোট ২৮০ টি শূন্য পদ রয়েছে এবং ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে এই কোম্পানিতে। গেল ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা শুধুমাত্র ইন্টার্ভিউ দিয়ে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারবেন। চলুন দেখে নে কিভাবে আবেদন করবেন
বিষয় তালিকা
কোন কোন পদের জন্য চাকরি রয়েছে?
১. চিফ ম্যানেজার (রিনিউয়েবল এনার্জি)-৫টি
২. সিনিয়র ইঞ্জিনিয়ার (রিনিউয়েবল এনার্জি)-১৫টি
৩. সিনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)- ১৩টি
৪. সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)-৫৩টি
৫. সিনিয়র ইঞ্জিনিয়ার(ইলেক্ট্রিক্যাল)-২৮টি
৬. সিনিয়র ইঞ্জিনিয়ার (ইন্সট্রুমেন্টেশন)-১৪টি
৭. সিনিয়র ইঞ্জিনিয়ার (গেলটেল টিসি/টিএম)-৩টি
৮. সিনিয়র ইঞ্জিনিয়ার (মেটালার্জি)-৫টি
৯. সিনিয়র অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি)-২৫টি
১০. সিনিয়র অফিসার(সি অ্যান্ড পি)-৩২টি
১১. সিনিয়র অফিসার (মার্কেটিং)-২৩টি
১২. সিনিয়র অফিসার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)-২৩টি
১৩. সিনিয়র অফিসার(হিউমান রিসোর্সেস)-২৪টি
১৪. অফিসার (সিকিউরিটি)-১৪টি
প্রত্যেক পদের নাম এবং তাদের বেতন
১. চিফ ম্যানেজার (রিনিউয়েবল এনার্জি)-৯০,০০০-২,৪০,০০০ টাকা
২. সিনিয়র ইঞ্জিনিয়ার (রিনিউয়েবল এনার্জি)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৩. সিনিয়র ইঞ্জিনিয়ার (কেমিক্যাল)- ৬০,০০০-১,৮০,০০০ টাকা
৪. সিনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৫. সিনিয়র ইঞ্জিনিয়ার(ইলেক্ট্রিক্যাল)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৬. সিনিয়র ইঞ্জিনিয়ার (ইন্সট্রুমেন্টেশন)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৭. সিনিয়র ইঞ্জিনিয়ার (গেলটেল টিসি/টিএম)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৮. সিনিয়র ইঞ্জিনিয়ার (মেটালার্জি)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
৯. সিনিয়র অফিসার (ফায়ার অ্যান্ড সেফটি)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
১০. সিনিয়র অফিসার(সি অ্যান্ড পি)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
১১. সিনিয়র অফিসার (মার্কেটিং)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
১২. সিনিয়র অফিসার (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
১৩. সিনিয়র অফিসার(হিউমান রিসোর্সেস)-৬০,০০০-১,৮০,০০০ টাকা
১৪. অফিসার (সিকিউরিটি)-৫০,০০০-১,৬০,০০০ টাকা
কিভাবে গেইল ইন্ডিয়াতে আবেদন করবেন?
- কিভাবে গেইল ইন্ডিয়াতে আবেদন করবেন
- সেখানে গিয়ে লগইন এবং সাইন ইন করুন।
- স্কুল সার্টিফিকেট আধার কার্ড এবং যাবতীয় সার্টিফিকেট দিয়ে ফিলাপ করুন
- তারপর সাবমিট বাটনে ক্লিক করুন এবং আপনার আবেদন জমা পড়ে যাবে।
গেইল ইন্ডিয়াতে আবেদনের সময়সীমা কত?
জানুয়ারি মাস থেকে আবেদন শুরু হয়ে গিয়েছে এবং ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় তারিখ পর্যন্ত আবেদন চলবে। যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক এবং ইন্টারভিউ দিয়েই শুধুমাত্র চাকরি পেতে ইচ্ছুক। তারা অবশ্যই যোগাযোগ করো
অফিসিয়াল ওয়েবসাইটের জন্য এখানে ক্লিক করুন।
কিভাবে গেম ইন্ডিয়াতে আবেদন করবেন?
অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটের জন্য এখানে ক্লিক করুন