যারা যারা ব্যাংকের থেকে লোন নিয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। আর বি আই এর তরফ থেকে জানানো হয়েছে যে জোর করে আর ঋণের টাকা উসুল করতে পারবেনা, কোন ব্যাংক। একটা নির্দিষ্ট টাইম এর মধ্য তারা এই টাকা নিয়ে নেবে। কিন্তু কোন গ্রাহকের কাছ থেকে জোর করে কোন টাকা উসুল করতে পারবে না ।আসুন জেনে নিয়ে যা কি কি আদেশ জারি করেছে, আরবিআই আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম পেজের মাধ্যমে|

আরো পড়ো –চাকরির মেলা বসেছে এই জেলায় | 30% এর বেশি মানুষকে চাকরি দেবে | আপনার নাম আছে কিনা জেনে নিন
দেশের কোটি কোটি গ্রাহকদের অবস্থার উন্নতির কারণে RBI এবার নয়া নির্দেশিকা জারি করেছে যার সুবিধা লাভ করবেন অনেক উপভোক্তা। এতদিন গ্রাহকরা লোন পরিশোধ করার সময়ের একটু বিচ্যুতি হলেই ব্যাঙ্ক গুন্ডা লেলিয়ে দিত, কিন্তু এবার সেই সিদ্ধান্তে বদল এসেছে।
এছাড়া আরো অনেক কিছু পরিবর্তন করা হয়েছে তার মধ্যে আরেকটি হলো এই বিজ্ঞপ্তিতে আরেকটি নির্দেশ দেয়া হয়েছে যে ব্যাংকগুলো যেন ঋণগ্রহী তার আত্মীয়-স্বজন এমনকি পরিচিত ব্যক্তিদের কোন রকম হয়রানি না করে। তাহলে আরবিআই এর বিরুদ্ধে বড় রকম পদক্ষেপ নিতে বাধ্য হবে।
RBI-এর তরফে জারি করা এই নয়া সার্কুলার সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক, সমস্ত নন-ব্যাঙ্ক আর্থিক সংস্থা, সম্পদ পুনর্গঠন সংস্থাগুলি, সর্বভারতীয় আর্থিক প্রতিষ্ঠান এবং সমস্ত প্রাথমিক শহুরে সমবায় ব্যাঙ্কগুলির জন্য প্রযোজ্য। আর এই নির্দেশিকা আসায় গ্রাহকরা যেন একটু হাঁফ ছেড়ে বাঁচলেন।
কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে?
- এবার থেকে সন্ধ্যা ৭ টা এবং সকাল ৮ টার আগে ব্যাঙ্ক এর তরফ থেকে আর কোনো ফোন যাবেনা গ্রাহকদের।
- ব্যাংক নিজেদের ঋণ পুনরুদ্ধার করার সময় কোনো ব্যক্তিকে শারীরিক বা মৌখিক আঘাত দিতে পারবে না।
অফিসিয়াল ওয়েবসাইট –এখানে ক্লিক করুন
FAQ/বহু চর্চিত প্রশ্ন
RBI কি কি নির্দেশিকা চালু করেছে?
সন্ধ্যা ৭ টা এবং সকাল ৮ টার আগে ব্যাঙ্ক এর তরফ থেকে আর কোনো ফোন যাবেনা গ্রাহকদের।