সুকন্যা সমৃদ্ধি যোজনা এর দ্বারা অনেক টাকা বাচতে পারবেন। মোদী সরকারের নতুন প্রকল্পের ব্যাপারে জেনে নিন | Sukanya Samriddhi Yojana

আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনা সম্বন্ধে জানবো। এই নতুন প্রকল্পের মাধ্যমে আপনি কত টাকা বাঁচাতে পারবেন ? কিভাবে এর থেকে সুযোগ-সুবিধা গুলো পাবেন? সবকিছু জেনে নেব আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত ভাবে।

আরো অনেক –ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সর্তকতা সকলকে। প্যান কার্ড এর সাথে আধার লিঙ্ক না থাকলে প্রতি মাসে জরিমানা দিতে হবে ইনকাম ট্যাক্স কে

আমাদের দেশের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প গুলির মধ্য রয়েছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড , জাতীয় সঞ্চয় শংসাপত্র এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা।আগামী জানুয়ারি থেকে মার্চ ২০২৩ সালের মধ্যে এটার উর্ধ্বগামী সংশোধন হবে বলে বিশেষজ্ঞরা বলেছেন। এর পিছনে কারণ হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের রেপো রেট বৃদ্ধির চক্র । এর কারণে প্রকল্পের সংশোধন হবে বলে জানিয়েছেন অনেক বিশেষজ্ঞ।

এই যে ছোট সঞ্চয় স্কিম গুলোর সবকিছুই তিন মাসিক ভিত্তিতে সংশোধিত হয়। তিন মাসের মাথায় সব কিছু সংশোধন করায় এই স্কিমগুলোর প্রধান কাজ।

বর্তমান প্রবণতা

ভারত সরকার অক্টোবর থেকে ডিসেম্বর যে তিন মাস রয়েছে সেই সময়ের ক্ষুদ্র সঞ্চয়ের সুদের হার বৃদ্ধির ঘোষণা করেছে । এটি শুধুমাত্র দুই থেকে তিন বছরের জন্য করা হয়েছিল । যেমন – সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং কিষান বিকাশ পত্রের জন্য এসব করা হয়েছিল। এ ছাড়া যেসব রয়েছে তা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা ,পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের কোনরকম সুদের হার বৃদ্ধির কথা বলা হয়নি বা এটি অপরিবর্তিত রয়েছে।

কিন্তু এখন কি?

কিন্তু অনেক বিশেষজ্ঞরা মনে করছে যে পিপিএফ সহ অনেক ছোট স্কিমের হার আগামী তিন মাসের ভিতর বাড়তে পারে বলে তারা আশা করছেন।

এই প্রত্যাশা বেড়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে অনেকগুলি ব্যাংকে পিপিএফের তুলনায় এফডি স্কিম গুলোতে বেশি পরিমাণ সুদ দিচ্ছে। যার ফলে অনেক বিশেষজ্ঞরা মনে করছে যে এই সুদের হারটি আগামী তিন মাসের ভিতরে বাড়বে।

কেন বিনিয়োগকারীরা ছোট সঞ্চয় স্কিম পছন্দ করেন?

মানুষ এই ছোট স্কিম গুলো পছন্দ করে তার একমাত্র কারণ হলো যেকোনো বয়স থেকেই এই স্কিমের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন এবং আপনি সুশৃঙ্খলভাবে টাকা জমা করতে পারেন এই স্কিম গুলোর মাধ্যমে।

এছাড়া আরো অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকে। এই ছোট সঞ্চয় স্কিমের থেকে তাই মানুষ এই স্কিম গুলো কে বেশি পছন্দ করে।

এখানে ছোট সঞ্চয় স্কিম দ্বারা দেওয়া সুদের হারগুলি রয়েছে:

সঞ্চয় প্রকল্পসুদের হার
পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট4.00%
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট5.80%
পোস্ট অফিস মাসিক আয় স্কিম6.70%
পোস্ট অফিস সময় জমা (1 বছর)5.50%
পোস্ট অফিস সময় জমা (2 বছর)5.70%
পোস্ট অফিস সময় জমা (3 বছর)5.80%
পোস্ট অফিস সময় জমা (5 বছর)*6.70%
কিষাণ বিকাশ পাত্র (KVP)7%
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)7.10%
সুকন্যা সমৃদ্ধি যোজনা7.60%
জাতীয় সঞ্চয় শংসাপত্র6.80%
সিনিয়র সিটিজেনস সেভিং স্কিম (SCSS)7.60%
ছোট সঞ্চয় স্কিম দ্বারা দেওয়া সুদের হারগুলি

FAQ/বহু চর্চিত প্রশ্ন

সুকন্যা সমৃদ্ধি যোজনা থেকে কত পারসেন্ট সুদের হার দেয়া হয়ে থাকে?

7.60%

সিনিয়র সিটিজেন্স সেভিং স্কিমে কত পারসেন্ট সুদের হার দেয়া হয়ে থাকে?

7.60%

Leave a Comment