TET Exam: এই 7 টি নিয়ম না মানলে বসতে দেয়া হবে না

দীর্ঘ প্রতীক্ষার পরে এই বছর অনুষ্ঠিত হতে চলেছে টেট পরীক্ষা। চলতি বছরের ১১ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা ।অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নানান নিয়মকানুন। সর্বভারতীয় পরীক্ষার আদলে এবার অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি। রয়েছে অনেক বিধি নিষেধ, যেগুলো না মানলে হতে পারে শাস্তিমূলক ব্যবস্থা।

TET

আরো পড়ো-মাত্র ১০০ টাকায় রেশন |Ration Update

যা যা নিয়মকানুন মানতে হবে, প্রাথমিক টেট পরীক্ষার্থীদের তা হল

  1. পরীক্ষা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে পরীক্ষার হলে পৌঁছাতে হবে।
  2. পরীক্ষার হলে কোন রকম বৈদ্যুতিক জিনিস বা মেটাল জিনিস ব্যবহার করা যাবে না যেমন- মোবাইল ফোন ,মাইক্রোফোন ,স্ক্যানার ,ঘড়ি, ব্লুটুথ ডিভাইস, ক্যালকুলেটর ইত্যাদি
  3. পরীক্ষার্থীর দেহে কোন রকম গহনা বা ঘড়ি থাকা চলবে না।
  4. কোনরকম খাদ্য পানীয় নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।
  5. পরীক্ষার্থীতে পেন্সিল ব্যাগ, লক টেবিল, কার্ডবোর্ড ,পেন্সিল ,কোন কাগজ এসব নিয়ে পরীক্ষার ঢুকতে পারবে না।
  6. পরীক্ষার শেষ হলে পরীক্ষার্থী হল থেকে বের হতে পারবে না, পরীক্ষা শেষ হলে ইনভেজিলেটর এর কাছ থেকে অনুমতি নিতে হবে ।
  7. পরীক্ষার্থীকে এডমিট কার্ডের রোল নম্বর অনুযায়ী নিম্ন স্থানে বসতে হবে ।

অফিসিয়াল ওয়েবসাইট- এখানে ক্লিক করুন

Leave a Comment