রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য আরও একটি সুসংবাদ। দীর্ঘ পাঁচ বছর অর্থাৎ ২০১৭ সালের পরে রাজ্যে আবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। আগের নিয়োগ সংক্রান্ত দুর্নীতির কারণে রাজ্যে টেট পরীক্ষা স্থগিত ছিল।

আবেদনের সয়সীমা:-
গত ২৯ শে সেপ্টেম্বর ২০২২ এর একটি বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাথমিক টেট পরীক্ষার জন্য চলতি মাসের ১৪ অক্টোবর থেকে আবেদন শুরু হবে যা চলবে ৩ রা নভেম্বর পর্যন্ত। [14 OCTOBER TO 3 NOVEMBER]
আবেদন শুরু হওয়ার পরপরই রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী ফরম ফিলাপ করেছেন।গত ২৯ শে সেপ্টেম্বর,২০২২ বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই একাধিকবার বদল হয়েছে টেট পরীক্ষায় বসার যোগ্যতার।
গত ১৭ ই অক্টোবর আরও একটি বিজ্ঞপ্তি বা নির্দেশিকাতে বলা হলো প্রাথমিক টেট পরীক্ষা পরীক্ষার্থীদের যোগ্যতার বিধি নিষেধ;
নির্দেশিকাটির মেমো নম্বর :-
[1649/WBBPE/2022,] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত অনার্স গ্রাজুয়েট ,যাদের স্নাতক স্তরে অনার্স পেপার এবং পাশের পেপার মিলিয়ে ন্যূনতম ৫০ নাম্বার রয়েছে। তারাই কেবল ২০২২ এ টেট পরীক্ষায় আবেদন করতে পারবে।
শিক্ষাগত যোগ্যতা :-
এর আগেও একাধিকবার বিজ্ঞপ্তিতে অনেক কিছু রদবদল হয়েছে গত ১২ অক্টোবর ২০২২ একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই বছর NCTC স্বীকৃতি যেকোনো বি এড অথবা ডি এল এড কোর্সে যদি নাম নথিভুক্ত করা থাকে তবুও সে ২০২২ এর টেট পরীক্ষায় আবেদন করতে পারবে ।
১৩ অক্টোবর ২০২২ আরও একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে,সেখানে রাজ্যের SC/ ST/ OBC[A&B]/ EWC/ EX SERVICEMAN /PH /DH উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশনের নম্বর এর ক্ষেত্রে ৫% ছাড় পাবে অর্থাৎ উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন ৪৫% নম্বর থাকলে সে ২০২২ এর টেট পরীক্ষায় বসতে পারবে ।