এবার মিনি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হবে।

কিছুদিন আগেই আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করেছেন। দিন যেতে না যেতেই আবার আরেকটি প্রকল্প নিয়ে হাজির এবার মিনি বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হবে। ঠিক যেন ভারতের এই প্রকল্পে আনা হয়েছে। এখানেও সব রকম সুযোগ-সুবিধা দেয়া হবে যেমনটা দেয়া হচ্ছে। আজকে মিনি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কে জানবো প্রতিবেদনের মাধ্যমে সম্বন্ধে বিস্তারিতভাবে।

আরো দেখুন –ভারতীয় নৌবাহিনীতে এসএসসি আইটি পদে নিয়োগ নেওয়া হচ্ছে, কতগুলো শূন্য পদে বা নেয়া হচ্ছে এই পদপ্রার্থীদের?

বন্দে ভারতের মতো এই মিনি বন্দে ভারত প্রকল্প টি চালু করবে ।কিছুদিনের মধ্যেই বন্দে ভারত গাড়ি চালু হবে। এটাতে বন্দে ভারতের মতো কোচ থাকবে না , তার থেকে কম থাকবে ।বন্ধে ভারত যেমন 6 থেকে 7 ঘন্টার ভ্রমণ সময় থাকে। কিন্তু এটাতে থাকবে 4 থেকে 5 ঘণ্টার ছোট দূরত্ব ভ্রমণ সময়। এমনই জানিয়েছেন ভারতীয় রেলের পক্ষ থেকে।

তার মধ্যে যেমন রয়েছে অমৃতসর থেকে জম্মু ,কানপুর থেকে JANSHI এবং নাগপুর থেকে পুনে ।এমন ছোট ছোট দূরত্বের জন্য তৈরি করা হবে এই মিনি বন্ধে ভারত ।এই প্রকল্পটির 2023 শে মার্চ এবং এপ্রিলের মধ্যে চালু করে দেবে বলে জানিয়েছেন রেল মন্ত্রণালয়।

ভারতে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন

বর্তমানে, দেশে আটটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে

  • সেকেন্দ্রাবাদ – বিশাখাপত্তনম,
  • হাওড়া – নিউ জলপাইগুড়ি,
  • নতুন দিল্লি – শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা,
  • বিলাসপুর – নাগপুর,
  • মুম্বাই সেন্ট্রাল – গান্ধীনগর,
  • মাইসুরু – এমজিআর চেন্নাই সেন্ট্রাল,
  • আম্ব আন্দাউরা – নতুন। দিল্লী ও বারাণসী – নতুন দিল্লী।

স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস

এই মিনি বন্দে ভারত এক্সপ্রেস এবার শতাব্দী এক্সপ্রেস এবং রাজধানী এক্সপ্রেস এর মত শোয়ার জায়গা থাকবে । যেমনটা বন্দে ভারত এক্সপ্রেস এ দেওয়া নেই, এখানে আপনি শুতে পারবেন এবং আপনার আরামদায়ক ভ্রমণের জন্য যা কিছু দরকার সবকিছু করবে ভারতীয় রেল। এই ট্রেনটি দুশ কুড়ি কিলোমিটার গতিবেগে ভ্রমণ করবে। আরো অনেক কিছু জানতে আপনি ভারতীয় রেলের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন। সেখানে গেলে আপনি সবকিছু জানতে পারবেন।

Leave a Comment