law অফিসার পদে ভেকেন্সি শুরু হয়েছে ।এই পদে নেয়া হয়েছে প্রার্থীদের কাস্টোডিয়ান অফিসে।

law অফিসার পদে ভেকেন্সি শুরু হয়েছে ।এই পদে নেয়া হয়েছে প্রার্থীদের কাস্টোডিয়ান অফিসে। সেখানে এসব প্রার্থীর আবেদন জানাতে চান তাদের জন্য আজকের এই প্রতিবেদন। আপনি যদি law নিয়ে পড়াশোনা করেছেন, আর চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন। তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি আপনার জন্য। এই প্রতিবেদনের মাধ্যমে আপনি জানতে পারবেন কি করে আবেদন করবেন ?এবং কতগুলো শূন্য পদে নেয়া হচ্ছে প্রার্থীদের? সবকিছু একদম বিস্তারিতভাবে আমাদের banglaglobal.com ওয়েবসাইটের মাধ্যমে।

আরো দেখুন –দক্ষিণ রেলওয়েতে নেয়া হয়েছে অনেক পদপ্রার্থীদের, Southern Railway recruitment 2023

বিষয় তালিকা

পদের নামঃ

যে পদের জন্য প্রার্থীর আবেদন করবেন সেই পদের নাম হলো আইন অফিসার ।এই পদের জন্য প্রার্থীর আবেদন করতে পারবেন এবং মোট পোস্ট খালি রয়েছে একটি। আপনি যদি তাড়াতাড়ি আবেদন না করেন তাহলে এই আবেদন থেকে আপনি পিছিয়ে পড়বেন। সেই জন্য নির্দিষ্ট টাইম এর মধ্যে আপনাকে আবেদন জানাতে হবে। সেটি আপনি অফিশিয়াল ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

  • যেসব প্রার্থী না এই পদের জন্য আবেদন জানাতে চায় তারা অবসরপ্রাপ্ত গভারমেন্ট অফিসার হতে হবে ,এছাড়া সেন্টাল গভমেন্টের কোন জব থেকে রিটায়েড করা প্রার্থী হতে হবে।
  • এছাড়া রয়েছে law ডিগ্রীর উপর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটার এর উপর প্রার্থীদের যথেষ্ট পরিমাণ জ্ঞান থাকতে হবে

কীভাবে আবেদন করবেন?

আপনি অফিশিয়াল ওয়েবসাইটে গেলে এই পদের জন্য অ্যাপ্লিকেশন ফরমেট পেয়ে যাবেন। সেটা ফরম ফিলাপ করে আপনাকে এই ঠিকানাতে 31 শে জানুয়ারি 2023 তারিখের আগে পাঠিয়ে দিতে হবে।

ঠিকানা –The Office of the Custodian of Enemy Property for India (CEPI), Delhi Head Office, First Floor, East Wing, Shivaji Stadium, Connaught Palace, New Delhi

অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন

FAQ/বহু চর্চিত প্রশ্ন

The Custodian Of Enemy Property For India (CEPI) : আবেদনের শেষ তারিখ কবে?

31 শে জানুয়ারি 2023

Leave a Comment