একটি বিশেষ সুখবর নিয়ে আজকের এই প্রতিবেদন ।এবার পুরুলিয়া রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং অশিক্ষক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য তারা দেশের যুবক যুবতীদের উপযুক্ত ডিগ্রী অথবা ডিপ্লোমা থাকলে কর্ম প্রার্থীরা উপযুক্ত ট্রেডে শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সকল সকল প্রার্থীকে সরাসরি রামকৃষ্ণ মিশনে এবং সেবা প্রতিষ্ঠান পুরুলিয়ার শাখায় যেতে হবে সেখানে গিয়ে তাকে সবকিছু করতে হবে।

আরো পড়ো-মাধ্যমিকের পর এই স্কলারশিপের আবেদন করলে পাবেন অনেক টাকা
বিষয় তালিকা
আসুন জেনে নিয়ে যা, যাব যাবতীয় তথ্যাবলী এই নিয়োগের।
- পদের নাম
কম্পিউটার সায়েন্স
- শূন্য পদ
একটি
- শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে কম্পিউটার সাইন্স এবং বিএড স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তাহলে এসে এই পদের জন্য আবেদন করতে পারবে।
- পদের নাম
work education
- শূন্যপদ
একটি
- শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী কে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে ।
- পদের নাম
ফিজিক্যাল সাইন্স
- শূন্যপদ
একটি
- শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞান শাখায় স্নাতক হতে হবে পাশাপাশি বিএড এর সমতুল্য কোন বিষয়ে পাশ থাকতে হবে।
- পদের নাম
জিওগ্রাফি
- শূন্যপদ
একটি
- শিক্ষাগত যোগ্যতা
ভূগোল বিষয়ে স্নাতক হচ্ছে থাকতে হবে।
- পদের নাম
হিন্দি বিষয়ের টিচার
- শুন্যপদ
একটি
- শিক্ষাগত যোগ্যতা
হিন্দি বিষয়ের উপর স্নাতক থাকতে হবে ।
- পদের নাম
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
- শূন্যপদ
একটি
- শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী কে অষ্টম শ্রেণী পাস হতে হবে।
আবেদন করার পদ্ধতি
রামকৃষ্ণ মিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথম পত্রটি ডাউনলোড করতে হবে এবং যথাযথ স্থানে সবকিছু দিয়ে ফরম ফিলাপ করতে হবে। নিম্নলিখিত ঠিকানায় গিয়ে বাদবাকি কাজ করতে হবে।
To The Incharge , Ramakrishna Mission Vidyapith, Vivekananda Nagar, Purulia. Pin No.- 723147
আবেদনের ফি
অসংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০০ টাকা করে ফি লাগবে ।সংরক্ষিত প্রার্থীদের জন্য ৪০০ টাকা,এবং শারীরিকভাবে সক্ষমদের ৩০০ টাকা করে আবেদন ফি থাকবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- প্রার্থীর জন্ম প্রমাণপত্র|
- জাতিগত প্রশংসাপত্র|
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র|
- দুই কপি পাসপোর্ট সাইজের ফটো |
- সহযোগে দুটি খাম পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন করার শেষ তারিখ ১৬ /১১/২০২২
অফিসিয়াল ওয়েবসাইট- এখানে ক্লিক করুন
আবেদনেরশেষ তারিখ?
আবেদন করার শেষ তারিখ ১৬ /১১/২০২২
আবেদনের ফি কতো?
অসংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০০ টাকা করে ফি লাগবে ।সংরক্ষিত প্রার্থীদের জন্য ৪০০ টাকা,এবং শারীরিকভাবে সক্ষমদের ৩০০ টাকা করে আবেদন ফি থাকবে।
পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ঠিকানা?
To The Incharge, Ramakrishna Mission Vidyapith, Vivekananda Nagar, Purulia. Pin No.- 723147