মমতার হাতে গোলাপ দিলেন মোদি। দুয়ারী সরকারকে দেয়া হয়েছে বিশেষ সম্মান মোদীর তরফ থেকে।

পুরস্কারের জন্য একটা হাট বসেছে, এক এক করে সব পুরস্কার যেন পাচ্ছে আমাদের এই বাংলা। দুয়ারে সরকার প্রকল্পের জন্য বাংলা কে সম্মান দিয়েছে কেন্দ্র সরকার এবং ডিজিটাল ইন্ডিয়ার পুরস্কারও পাচ্ছে বাংলা। আসুন জেনে নিয়ে যা, এই সম্মানের পেছনে কি কি রয়েছে ? কিসের ভিত্তিতে এই সম্মান বা এই প্রকল্পের পুরস্কার দেয়া হচ্ছে বাংলাকে? সব কিছু সম্বন্ধে জেনে নেব আমাদের এই বাংলা গ্লোবাল ডট কম ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত ভাবে।

আরো দেখুন –কলকাতার সায়েন্স সিটিতে নিয়োগ, Apply Now!

ফের রাজ্যের প্রকল্পগুলির জন্য জয়জয়কার চলছে । আবার দুয়ারে সরকার এর জন্য সম্মান দিচ্ছে নয়া দিল্লি। সোমবার এই মর্মে কেন্দ্র থেকে একটি বিজ্ঞপ্তি এসে পৌঁছেছে নবান্নে।

জানা গিয়ে এসেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের রাজ্যের দুয়ারে সরকার এবং ডিজিটাল ইন্ডিয়ার জন্য পশ্চিমবঙ্গকে নির্বাচন করা হয়েছে । আগামী ৭ জানুয়ারি ২০২৩ দিল্লির বিজ্ঞান ভবনে রাজ্যের হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর।

এটাই প্রথম নয় এর আগে অনেক প্রকল্পের জন্য দেশে এবং বিদেশে পুরস্কৃত হয়েছে আমাদের এই বাংলা। মূলত এই বছর দুয়ারে সরকার একটা বড় রকমের উদ্যোগ ছিল রাজ্য সরকারের। কারণ এই দুয়ারে সরকারের ফলে অনেক লোক অনেক সমস্যা থেকে বেঁচেছেন । পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে দুয়ারে শিবির শুরু হয়েছে। এবং এই দুয়ারে সরকার ক্যাম্পগুলোতে অনেক লোকের ভিড় হয়েছে এবং অনেক লোক এই প্রকল্পের জন্য অনেক সুযোগ সুবিধা পেয়েছে । মানুষের এই সুবিধার কথা ভেবে কেন্দ্র সরকার রাজ্যকে এই সম্মান দিচ্ছে।

FAQ/বহু চর্চিত প্রশ্ন

দুয়ারে সরকার প্রকল্পে যে পুরস্কার পাবে বাংলা সেটি কেন্দ্র সরকারের থেকে কবে দেওয়া হবে?

৭ই জানুয়ারি ২০২৩

Leave a Comment