কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? টাকা না ঢুকলে এটি করুন। টাকা অবশ্যই পাবেন

কৃষকের মাথায় হাত। কেননা 2022 খারিফ মৌসুমে এখনো পর্যন্ত কৃষক বন্ধুর টাকা তাদের একাউন্টে ঢোকেনি। মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ২০২২ এর ২৭ জুন এ একটি জনসভায় ঘোষণা করেছিলেন যে টাকা খুব শীঘ্রই তাদের একাউন্টে ঢুকে যাবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো একাউন্টে কোন রকম টাকা আসেনি।

কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে?

আরো পড়ো-উচ্চ মাধ্যমিক পাশে বিশাল চাকরি LDC পদে

আজকে আমরা আলোচনা করব কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? কেন ঢুকছে না? এইসব নিয়ে;

কৃষক বন্ধু ইনস্টলমেন্ট কি করে চেক করব?

আপনি প্রথমে কৃষক বন্ধু ইনস্টলমেন্ট চেক করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে, আপনি আপনার কৃষক বন্ধু চেক করতে পারেন।

এছাড়া পশ্চিমবঙ্গ কৃষক বন্ধু পেমেন্ট চেক করার জন্য আপনার ব্যাংকের একাউন্ট নাম্বার দিয়ে চেক করাতে পারেন ।এছাড়া আপনার ব্যাংকের বইয়ের পাসবুক আপ টু ডেট করলে আপনি আপনার কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা সে সম্বন্ধে জানতে পারেন।তাছাড়া আপনি আপনার ফোন নাম্বারের মাধ্যমে মিসকল দিয়ে ফ্রিতে আপনি আপনার কৃষক বন্ধু ব্যালেন্স চেক করতে পারেন।

কৃষক বন্ধু টাকা কবে দেওয়া হবে?

গত ২৭ তারিখের থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে এই টাকার দেয়ার কাজ আগামী ২ মাস পর্যন্ত ধাপে ধাপে চলতে থাকবে।

টাকা কবে ঢুকবে এটা বলা সম্ভব নয় কারণ কৃষক বন্ধুর ভিতরে অনেকগুলো ধাপ রয়েছে । এক একটা ধাপে এগোনোর পরে আপনার একাউন্টে টাকা ঢুকবে।

টাকা না ঢুকলে এটি করুন

উপরে বলা সমস্ত নির্দেশ সঠিকভাবে ফলো করুন

যদি আপনি উপরের বলা তথ্যগুলি সঠিকভাবে ফলো করে থাকেন তাহলে অবশ্যই খুবই দ্রুত আপনার একাউন্টে টাকা ঢুকে যাবে

Official website – Krishak Bondhu

Leave a Comment