এই স্কলারশিপে আবেদনে পাবেন 40 হাজার টাকা | সেরা স্কলারশিপ 2023

আরো একটা সুখবর নিয়ে হাজির। আমাদের দেশে গরিব অথচ অনেক মেধাবী ছাত্র আর্থিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারে না ,কিংবা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এদিকে রাজ্য তথা কেন্দ্রের কর্তৃত্ব বহু প্রকল্পের মাধ্যমে তারা টাকা পেয়ে থাকে ,কিন্তু শুধু কয়েক হাজার টাকায় সারা বছরে পড়াশোনা চালানো সম্ভব নয়।

এই স্কলারশিপে আবেদনে পাবেন 40 হাজার টাকা

আরো পড়ো –Paytm এর Service Agent Id আয় করুন Rs ৩০,০০০, বিস্তারিত জানুন

এবার আমরা এক স্কলারশিপের খবর নিয়ে এসেছি ।এই স্কলারশিপ এর মাধ্যমে এককালীন ৪০ হাজার টাকা পেতে সাহায্য করবে। অন্যান্য স্কলারশিপ এর মত এখানেও ছাত্র-ছাত্রীরা চতুর্থ শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে।

তাহলে আসুন জেনে নিয়ে যাক এই স্কলারশিপের বিষয়ে।

এই স্কলারশিপ টার নাম –জে কে লক্ষী বিদ্যায় স্কলারশিপ।

আবেদন করার পদ্ধতি

এই স্কলারশিপের জন্য অনলাইনে মাধ্যমে আবেদন করা সম্ভব |

  • সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে এবং আইডি পাসওয়ার্ড তৈরি করতে হবে|
  • সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং ফরমের নিয়মাবলী অনুসারে সব কিছু পূরণ করতে হবে|
  • ডকুমেন্টসগুলো স্ক্যান করে জমা করতে হবে|
  • পরে সাবমিট করে তার একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে।

আবেদনের ডকুমেন্টস

  • জন্ম সার্টিফিকে
  • মার্কশিট
  • ইনকাম সার্টিফিকেট
  • আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস
  • পাসপোর্ট সাইজের ফটো
  • ব্যাংক একাউন্ট

স্কলারশিপের টাকার পরিমাণ

  • পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত 5 হাজার
  • নবম থেকে দশম 10 হাজার টাকা
  • উচ্চ মাধ্যমিক স্তরে 15 হাজার
  •  গ্রেজুয়েশনে 30 হাজার
  •  স্নাতকোত্তরে 40 হাজার

আবেদনের শেষ তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে অনলাইন পোর্টাল খোলা হয়েছে ।আগ্রহী প্রার্থীরা তাড়াতাড়ি আবেদন করতে পারবে।

সঠিক সময়ের মধ্যে আবেদনপত্র জমা করলে আপনার স্কলারশিপের টাকা সরাসরি ব্যাংক একাউন্টে জমা হবে।

Leave a Comment